Christmas 2022: যতদূর চোখ যায় শুধুই মানুষের মাথা, বড়দিনে মেট্রো স্টেশনগুলিতে থিকথিকে ভিড়

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 25, 2022 | 11:44 PM

Kolkata Metro: শনিবার থেকেই মানুষ পার্ক স্ট্রিটমুখী। রবিবার দিনভর থিকথিকে ভিড় মেট্রোয়।

1 / 5
 দু'বছরের কোভিড কাঁটা পার করে ফের উৎসবের জাঁকজমক বছরান্তে। ডিসেম্বরের শেষ সপ্তাহে টোটাল ফেস্টিভ মুডে বাংলা।

দু'বছরের কোভিড কাঁটা পার করে ফের উৎসবের জাঁকজমক বছরান্তে। ডিসেম্বরের শেষ সপ্তাহে টোটাল ফেস্টিভ মুডে বাংলা।

2 / 5
২৫ ডিসেম্বর বড়দিন থেকে সেই উৎসবের আবহ জমজমাট। ২৪ ডিসেম্বর রাত থেকেই মানুষের ভিড় মহানগরে। ২৫ ডিসেম্বর সকাল থেকে রেল স্টেশন, মেট্রো স্টেশনগুলিতে থিকথিকে ভিড়।

২৫ ডিসেম্বর বড়দিন থেকে সেই উৎসবের আবহ জমজমাট। ২৪ ডিসেম্বর রাত থেকেই মানুষের ভিড় মহানগরে। ২৫ ডিসেম্বর সকাল থেকে রেল স্টেশন, মেট্রো স্টেশনগুলিতে থিকথিকে ভিড়।

3 / 5
বিশেষ করে মেট্রো স্টেশনে। বড়দিন থেকে থার্টি ফার্স্ট নাইট, জমজমাট ধর্মতলা, পার্ক স্ট্রিট চত্বর। আর এই পথে যাওয়ার জন্য মেট্রোর থেকে সুবিধার পথ আর কী বা হতে পারে।

বিশেষ করে মেট্রো স্টেশনে। বড়দিন থেকে থার্টি ফার্স্ট নাইট, জমজমাট ধর্মতলা, পার্ক স্ট্রিট চত্বর। আর এই পথে যাওয়ার জন্য মেট্রোর থেকে সুবিধার পথ আর কী বা হতে পারে।

4 / 5
 কম সময়ে জ্যাম এড়িয়ে উৎসবমুখর কলকাতায় যাতায়াতের জন্য কলকাতা মেট্রোই লাইফলাইন। বড়দিনে সকাল থেকেই মেট্রো স্টেশনগুলিতে উপচে পড়ে মানুষের ভিড়। আপ-ডাউন দু'দিকেই ভিড়।

কম সময়ে জ্যাম এড়িয়ে উৎসবমুখর কলকাতায় যাতায়াতের জন্য কলকাতা মেট্রোই লাইফলাইন। বড়দিনে সকাল থেকেই মেট্রো স্টেশনগুলিতে উপচে পড়ে মানুষের ভিড়। আপ-ডাউন দু'দিকেই ভিড়।

5 / 5
শিশু থেকে প্রবীণ কিংবা বর্তমান প্রজন্ম, মেট্রো স্টেশনগুলিতে শুধুই মানুষের মাথা দেখা গিয়েছে রবিবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোয় যেন ওঠানামা দায় হচ্ছিল। দমদম থেকে কোনওভাবে উঠে পড়লেও মাঝ পথ থেকে যাঁরা মেট্রোয় ওঠেন, বেগ পেতে হয়।

শিশু থেকে প্রবীণ কিংবা বর্তমান প্রজন্ম, মেট্রো স্টেশনগুলিতে শুধুই মানুষের মাথা দেখা গিয়েছে রবিবার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেট্রোয় যেন ওঠানামা দায় হচ্ছিল। দমদম থেকে কোনওভাবে উঠে পড়লেও মাঝ পথ থেকে যাঁরা মেট্রোয় ওঠেন, বেগ পেতে হয়।

Next Photo Gallery