Cyber Crime: অনলাইনে পুরীর হোটেল বুকিং, এরপরই বুঝলেন কী ভুলটা করেছেন…

Crime: ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ওই হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল।

Cyber Crime: অনলাইনে পুরীর হোটেল বুকিং, এরপরই বুঝলেন কী ভুলটা করেছেন...
ধৃত যুবক।

| Edited By: সায়নী জোয়ারদার

Feb 18, 2023 | 10:30 AM

কলকাতা: পরিবার নিয়ে বেড়াতে যাবেন বলে অনলাইনে (Cyber Crime) হোটেল বুক করেছিলেন করেছিলেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই ঘর ভাড়া করতে গিয়েই সাইবার প্রতারণার শিকার হন তিনি। গত বছর অক্টোবর মাসের ঘটনায় তদন্ত শুরু করে তদন্তকারীরা। অবশেষে রাজস্থান থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের অক্টোবর মাসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোমশুভ্র ঘোষাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, পরিবার নিয়ে পুরীতে ঘুরতে যাওয়ার জন্য অনলাইনে একটি পাঁচতারা হোটেল বুকিং করার চেষ্টা করেন তিনি। সে সময় একটি ফোন আসে তাঁর কাছে।

সেই ফোনে অভিযোগকারীকে বলা হয়, হোটেলের বুকিং সংক্রান্ত তথ্য জানাতেই এই ফোন। সমস্ত বিষয় জানিয়ে বলা হয় টাকা জমা দেওয়ার জন্য। অ্যাকাউন্ট ডিটেইলসও দেওয়া হয়। অভিযোগ, সেই অ্যাকাউন্টে সোমশুভ্রবাবু ৯২ হাজার টাকা ট্রান্সফারও করেন। তবে কিছুদিন পরে ওই হোটেলে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন তাঁর নামে ওই হোটেলে কোনও বুকিং হয়নি। প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন তিনি।

ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে ওই হোটেলের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল। এরপরই টাকা কোন একাউন্টে জমা পড়েছে সেই সূত্র ধরে রাজস্থানের ভরতপুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই এই ঘটনার মূল অভিযুক্ত প্রেমচন্দকেগ্রেফতার করে পুলিশ। ২০ বছর বয়সী এই যুবকের কাছ থেকে আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল ফোন সেট পেয়েছে পুলিশ। শুক্রবারই প্রেমচন্দকে ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে। শনিবার ধৃতকে বিধাননগর আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।