Voter List: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা, কীভাবে জানবেন আপনার নাম রয়েছে কি না, রইল বিস্তারিত

Voter List: এই মুহূর্তে রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন।

Voter List: রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা, কীভাবে জানবেন আপনার নাম রয়েছে কি না, রইল বিস্তারিত
রাজ্য নির্বাচন কমিশন।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2023 | 9:53 PM

কলকাতা: ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ভোটার কার্ডের তথ্য সংশোধনের কাজ শেষ হওয়ার পর এবার প্রকাশিত হল চূড়ান্ত তালিকা। ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ (Voter List) করা হল বৃহস্পতিবার। রাজ্য নির্বাচন কমিশন এই তালিকা প্রকাশ করেছে। এই তালিকা অনুযায়ী এই মুহূর্তে রাজ্যে মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৫২ লক্ষ ৮ হাজার ৩৭৭ জন। এ বছর ১৩ লক্ষ ৩৩ হাজার ২৫১ জন নতুন ভোটার হয়েছেন। নাম বাদ গিয়েছে ৪,১৫,২২৯ জনের। কমিশনের বক্তব্য, নতুন ভোটারের সংখ্যার সঙ্গে ‘শিফটেড ভোটার’-এর সংখ্যা বাদ দিলে ১৩,৩৩,২৫১ হিসাব বোঝা যাবে। অন্যদিকে মৃত আর ‘রিপিটেড’ মিলিয়ে যোগ করলে সামনে আসবে বাদ যাওয়া ভোটারের সংখ্যা।

এই তালিকা ধরেই আগামী ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট হবে। ২০২৩ সালের চূড়ান্ত ভোটার তালিকায় মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩ কোটি ৮২ লক্ষ ৩৬ হাজার ৫০৭ জন। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৯ লক্ষ ৭০ হাজার ৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৭৯৯ জন।

তালিকায় নাম রয়েছে কি না জানতে –

ভোটার তালিকায় নাম রয়েছে কি না জানতে ১৯৫০ টোল ফ্রি নম্বরে ফোন করতে পারবেন যে কেউ।

মোবাইল ফোন থেকে মেসেজ করতে পারেন। লিখতে হবে WB<>EC<>EPIC NO । পাঠিয়ে দিতে হবে ৫১৯৬৯ নম্বরে।

চাইলে ceowestbengal.nic.in ওয়েবসাইটে গিয়ে ভোটার কার্ড নম্বর দিয়ে নাম সার্চ করতে পারেন।

গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন অ্যাপ ডাউনলোড করে ইলেকট্রোরাল ডিটেল জানতে পারবেন।