পোষ্য কুকুরকে নিয়ে বচসার জেরে কলেজ পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগ ‘পাড়ার কাকুর’ বিরুদ্ধে

আক্রান্ত তরুণী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তির বাড়ি পার্কের পাশেই। মদ্যপ অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তাই পালাতে সুবিধা হয়েছিল তাঁর।

পোষ্য কুকুরকে নিয়ে বচসার জেরে কলেজ পড়ুয়াকে শ্লীলতাহানির অভিযোগ ‘পাড়ার কাকুর’ বিরুদ্ধে
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Feb 05, 2021 | 11:22 PM

কলকাতা : সকালবেলায় নিজের পোষ্যকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন কলেজ পড়ুয়া। সেই সময় পাড়ার এক স্থানীয় ব্যক্তি পোষ্যকে জোর করে বাড়িতে নিয়ে গেলে তিনি বাধা দেন। বচসার জেরে ওই ব্যক্তি ওই ছাত্রীর হাত ধরে নিজের ঘরে গিয়ে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি (Molestation) করেন বলে অভিযোগ। আজ সকালে শহিদ নগর এলাকায় ঘটনাটি ঘটেছে।

আক্রান্ত ছাত্রীর অভিযোগ, রোজকার মতোই সকাল বেলায় নিজের পোষ্যকে নিয়ে এলাকারই একটি পার্কে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। সেই সময় এলাকার এক বছর পঞ্চাশের ব্যক্তি তাঁর কুকুরটিকে আদর করতে এসে হঠাৎ করেই কোলে তুলে নিয়ে চলে যান। ওই তরুণী বাধা দিতে গেলে তাঁর হাত ধরে ঘরে টেনে নিয়ে যান ‘পাড়ার কাকু’। তারপরেই তাঁর শ্লীলতাহানি (Molestation) করেন। ভেতরের ঘরে তখন রান্না করছিলেন ওই ব্যক্তির স্ত্রী। ঘটনার আকস্মিকতায় আতঙ্কে কোনও আওয়াজ করতে পারেননি ওই তরুণী। কোনওরকমে নিজের পোষ্যকে নিয়ে পালিয়ে বাঁচেন তিনি।

আরও পড়ুন : জামিনে মুক্তি পেয়েই নির্যাতিতার ৪ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুন করল ‘ধর্ষক’

আক্রান্ত তরুণী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তির বাড়ি পার্কের পাশেই। মদ্যপ অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। তাই পালাতে সুবিধা হয়েছিল তাঁর। বাড়ি ফিরে নিজের মামাকে পুরো ঘটনা জানান তিনি। তাঁর বয়ানের ভিত্তিতে গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন পরিবার। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল তাঁকে আলিপুর আদালতে তোলা হবে।