Group C: গ্রুপ সি-তে চাকরি গেল ৮৪২ জনের, কাল থেকে স্কুলে ঢোকা বন্ধ, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Mar 10, 2023 | 4:26 PM

HC: বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ৫৭ জন যারা সুপারিশ না পেয়ে চাকরি করছেন, তাঁদের চাকরি বাতিল করবে আদালত। আর ৭৫৮ জনের সুপারিশ প্রত্যাহার করবে কমিশন।

Group C: গ্রুপ সি-তে চাকরি গেল ৮৪২ জনের, কাল থেকে স্কুলে ঢোকা বন্ধ, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

Follow Us

কলকাতা: গ্রুপ সি মামলায় সুপারিশ পাওয়া কতজনের ওএমআর-এ কারচুপি হয়েছে, জানতে চাইল আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্ট কমিশনের কাছে জানতে চায়, সুপারিশ করা হয়েছে, এমন কতজনের ওএমআর শিটে (OMR Sheet) কারচুপি হয়েছে? এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি চলছিল। স্কুল সার্ভিস কমিশন এদিন বিচারপতির প্রশ্নের জবাবে জানান, ৭৫৮ জনের সুপারিশ করা হয়েছিল, যাদের ওএমআরে কারচুপি হয়েছে। এরপরই বিচারপতি জানতে চান, তাহলে এই প্রার্থীরা চাকরি করতে পারেন? একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ৩৮১ জন, যাদের কমিশন সুপারিশ করেনি, কিন্তু চাকরি পেয়েছে। সেইসব চাকরি বাতিলের নিয়মই বা কী? এই সমস্ত সওয়াল জবাবের পর ৪টে নাগাদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, গ্রুপ সি-তে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল করা হোক। শনিবারের মধ্যেই চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আপডেট :

  1. যদিও এ প্রশ্নের জবাবে কমিশন জানায়, এটা তাদের পক্ষে বলা মুশকিল। কারণ এ তথ্যও তাদের রেকর্ডে নেই।
  2. কমিশন জানায়, এরকম ৫৭ জনের হদিশ পাওয়া হয়েছে। বাকিদের বিষয় এখন জানা যায়নি। এরপরই হাইকোর্ট নির্দেশ দেয়, সুপারিশ পেয়ে কতজন নিয়োগ পেয়েছে, তার তালিকা তৈরি করতে হবে পর্ষদকে।
  3. একইসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ৫৭ জন যারা সুপারিশ না পেয়ে চাকরি করছেন, তাঁদের চাকরি বাতিল করবে আদালত। আর ৭৫৮ জনের সুপারিশ প্রত্যাহার করবে কমিশন।
  4. এদিন বেলা ৩টে ১৫-র মধ্যে ওই ৫৭ জনের নাম জানানোর নির্দেশ দেওয়া হয় কমিশনকে। কমিশন এই তালিকা দেওয়ার পর আজই অর্থাৎ শুক্রবারই ৫৭ জনের চাকরি বাতিল করতে হবে বলেও নির্দেশ দেয় আদালত।
  5. বিচারপতি জানান, ৩টে ১৫-র পরই যা নির্দেশ দেওয়ার দেওয়া হবে।
  6. নির্দেশের ২ ঘণ্টার মধ্যে তালিকা প্রকাশ করল কমিশন। ৭৮৫ জনের নামের তালিকা প্রকাশ করা হয়।
  7. এরপর সাড়ে তিনটের পর বিচারপতি গঙ্গোপাধ্যায় গ্রুপ সি মামলায় নির্দেশ দেন কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিল। আগামিকালের মধ্যেই চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
  8. আগামিকাল দুপুর ১২ টার মধ্যে সুপারিশপত্র বাতিল করবে কমিশন।
  9. বিকাল ৩ টের মধ্যে নিয়োগপত্র বাতিল করবে মধ্যশিক্ষা পর্ষদ।
  10. ৭৮৫ জনের সুপারিশপত্র বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে।
  11. বাকি ৫৭ জনকে কোনও সুপারিশপত্র দেয়নি কমিশন। হলফনামা দিয়ে জানাল স্কুল সার্ভিস কমিশন।
  12. এই ৫৭ এবং ৭৮৫ , মোট ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করার জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি।
  13. এরা কেউ স্কুলে ঢুকতে পারবেন না। স্কুলের কোনও জিনিসে এরা হাত দিতে পারবেন না বলে নির্দেশ দেন বিচারপতি।
  14. যাদের চাকরি গেল, বেতন ফেরতের বিষয় নিয়ে পরে এই আদালত সিদ্ধান্ত নেবে।
  15. ১০ দিনের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ।
  16. ২৫ মার্চের মধ্যে কাউন্সেলিং শেষ করতে হবে। Rank Jump-সহ অন্য কোনও দুর্নীতির কারণে কেউ যদি ওয়েটিং লিস্টে থাকে, তাদের এই কাউন্সেলিংয়ে ডাকা যাবে না, নির্দেশ বিচারপতির।
Next Article