Haimanti-Kuntal: সোমাকে নিয়ে কুন্তল তো… এবার বোমা ফাটালেন হৈমন্তী

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

Mar 05, 2023 | 7:08 PM

Kuntal Ghosh: সোমাকে নিয়ে কুন্তল ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি এ নিয়ে কিছু জানেন না বলেই দাবি করেছিলেন। তবে এত সহজে কুন্তলের এই জবাব মানতে নারাজ গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী।

Haimanti-Kuntal: সোমাকে নিয়ে কুন্তল তো... এবার বোমা ফাটালেন হৈমন্তী
হৈমন্তী, কুন্তল ও সোমা।

Follow Us

কলকাতা: নিয়োগ কেলেঙ্কারিতে (Recruitment Scam) এই মুহূর্তে দুই নারী চর্চার কেন্দ্রে। একজন সোমা চক্রবর্তী, অন্যজন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। প্রথমজনকে ইতিমধ্যেই ইডি তলবও করেছে। বেশ কিছু তথ্যও উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। কুন্তলের অ্যাকাউন্ট থেকে সোমার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকাও গিয়েছে বলে ইডি সূত্রে উঠে এসেছে তথ্য। আর দ্বিতীয়জন অর্থাৎ হৈমন্তী হলেন গোপাল দলপতির স্ত্রী। যাঁর নাম প্রথম ভাসিয়েছিলেন কুন্তল ঘোষই। এবার সেই হৈমন্তীই সরব কুন্তল-সোমাকে নিয়ে। তাঁর বক্তব্য, বারবার কুন্তল তাঁর নাম নিয়ে সরব হয়েছেন, অথচ চেপে যাচ্ছেন সোমা-প্রসঙ্গ। হৈমন্তীর কথায়, ‘সোমাকে নিয়ে কুন্তল তো পুরোপুরি নীরব’। একইসঙ্গে হৈমন্তীর দাবি, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। নিয়োগ ‘দুর্নীতি’ নিয়ে তদন্ত চলছে। চারদিকে এখন শুধু নামের ছড়াছড়ি আর কোটি কোটি টাকা লেনদেনের কথা। এই মুহূর্তে শিরোনামে সোমা চক্রবর্তী। সোমা ও কুন্তলের আর্থিক লেনদেনের কথা শোনা যাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সূত্রে। রাজ্যে নিয়োগ ‘কেলেঙ্কারি’র তদন্ত নিয়ে একাধিক মহিলাযোগ উঠে এসেছে। তাঁদের মধ্যেই এখন দু’জনের নাম নিয়ে চর্চা। হৈমন্তী গঙ্গোপাধ্যায় ও সোমা চক্রবর্তী।

দক্ষিণ কলকাতার একটি পার্লারের মালিক সোমা চক্রবর্তী। ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে এই সোমার অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা গিয়েছে। চার দফায় এই টাকা লেনদেন হয়েছে। এক দফায় ৩০ লক্ষ, বাকি টাকা তিন দফায়। আরও টাকা লেনদেন হয়েছে কি না তা খতিয়ে দেখতে দু’জনের অ্যাকাউন্টে নজর ইডির। প্রশ্ন উঠছে, কুন্তলের টাকা কি সোমার পার্লারে খাটানো হত? ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার পাশাপাশি বিধাননগরেও পার্লার রয়েছে সোমার। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে ফ্ল্যাট রয়েছে। রয়েছে বিলাসবহুল গাড়িও।

সোমাকে নিয়ে কুন্তল ঘোষকে প্রশ্ন করা হলে, তিনি এ নিয়ে কিছু জানেন না বলেই দাবি করেছিলেন। তবে এত সহজে কুন্তলের এই জবাব মানতে নারাজ গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী। হৈমন্তীর বক্তব্য, “যখন বলা হচ্ছে সোমা চক্রবর্তী কে, তার উত্তর দিচ্ছে (কুন্তল) না-না-না। আর কোনও কথা না। অথচ আমার নামে ১০৮টা কথা বলে গিয়েছে। ইডি সূত্রে তো দাবিও করা হয়েছে, সোমার কুন্তলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে। এত বড় কথার পরও কেন চুপ? সত্যি কেন বলতে পারলেন না?” হৈমন্তীর দাবি, তিনি চক্রান্তের শিকার হচ্ছেন। হৈমন্তীর কথায়, “মানুষ বুঝুক। আমাকে ফাঁসানোর জন্য কীরকম চক্রান্ত হচ্ছে। যেখানে আমার কোনও ভূমিকাই নেই।”

Next Article