Madhyamik 2024: পরের বছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ রুটিন ঘোষণা, ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু

সুমন মহাপাত্র | Edited By: সায়নী জোয়ারদার

May 19, 2023 | 12:43 PM

Madhyamik: ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ। ৬ লক্ষ ৮২ হাজার ৩২১ জন পরীক্ষার্থী ছিল এবার। ৫ লক্ষ ৬৫ হাজার ৪২৮ পাশ করেছে।

Madhyamik 2024: পরের বছরের মাধ্যমিকের পূর্ণাঙ্গ রুটিন ঘোষণা, ২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু
ফলপ্রকাশ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়ের।

Follow Us

কলকাতা: ২০২৩ সালের মাধ্য়মিকের (Madhyamik Exam) ফলপ্রকাশ হল শুক্রবার। একইসঙ্গে আগামী পরীক্ষার রুটিনও এদিন ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা ৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট পাবে প্রশ্নপত্র পড়ে দেখার জন্য।

আগামী বছরের মাধ্যমিকের রুটিন

২ ফেব্রুয়ারি প্রথম ভাষা

৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা

৫ ফেব্রুয়ারি ইতিহাস

৬ ফেব্রুয়ারি ভূগোল

৮ ফেব্রুয়ারি গণিত

৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান

১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান

১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়

ফিজিকাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিন পরে ঘোষণা করবে পর্ষদ।

প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, নেপালি, ওড়িয়া, তেলুগু, তামিল, সাঁওতালি, মডার্ন টিবেটান, গুরমুখি (পাঞ্জাবি)

দ্বিতীয় ভাষা: ইংরাজি (যদি অন্য কোনও ভাষা প্রথম ভাষা হিসাবে থাকে)
বাংলা বা নেপালি (যদি ইংরাজি প্রথম ভাষা হিসাবে থাকে)

Next Article