কলকাতা: ২০২৩ সালের মাধ্য়মিকের (Madhyamik Exam) ফলপ্রকাশ হল শুক্রবার। একইসঙ্গে আগামী পরীক্ষার রুটিনও এদিন ঘোষণা করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছর ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা ৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত পরীক্ষা চলবে। পরীক্ষার্থীরা প্রথম ১৫ মিনিট পাবে প্রশ্নপত্র পড়ে দেখার জন্য।
২ ফেব্রুয়ারি প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা
৫ ফেব্রুয়ারি ইতিহাস
৬ ফেব্রুয়ারি ভূগোল
৮ ফেব্রুয়ারি গণিত
৯ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান
১০ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান
১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়
ফিজিকাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিন পরে ঘোষণা করবে পর্ষদ।
প্রথম ভাষা: বাংলা, ইংরাজি, গুজরাটি, হিন্দি, নেপালি, ওড়িয়া, তেলুগু, তামিল, সাঁওতালি, মডার্ন টিবেটান, গুরমুখি (পাঞ্জাবি)
দ্বিতীয় ভাষা: ইংরাজি (যদি অন্য কোনও ভাষা প্রথম ভাষা হিসাবে থাকে)
বাংলা বা নেপালি (যদি ইংরাজি প্রথম ভাষা হিসাবে থাকে)