
কলকাতা: ভোট গণনার রাতে আবারও ভয়ঙ্কর হয়ে ওঠে ভাঙড়। শুধু ভাঙড়ই নয়, একাধিক জেলায় রাতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটে। ভোটের গণনা চলেছে রাতভর। সারারাতই জেগে ছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলনে সে কথা নিজেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান রাত ৩টেয় তাঁর কাছে ফোন এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার যেন ‘দিদি’ শুয়ে পড়েন, সে কথাই বলেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার সঙ্গে অভিষেকের শেষ কথা হয়েছে রাত ৩টের সময়। আমাকে রাত ৩টের সময় ও বলছে দিদি তুমি এবার শুতে যাও। আমি দেখে নিচ্ছি।”
মঙ্গলবার রাতে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনার মতো একাধিক জেলা থেকে নানা অভিযোগ আসতে শুরু করে। কোথাও গণনাস্থলে বিরোধীদের উপর হামলার অভিযোগ, কোথাও আবার নির্দল কিংবা শাসক-প্রার্থীকে মারধরের ঘটনা।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “যারা বড় বড় ভাষণ দেয় সবাই ঘুমোতে চলে গিয়েছিল। আমি আর আমার তৃণমূল কংগ্রেসের পরিবার ভোর ৬টা অবধি ঘুমোইনি, রাত জেগে পাহারা দিয়েছি। আমার মুখ্যসচিবও পাহারা দিয়েছে, আমার পুলিশ অফিসাররাও পাহারা দিয়েছে, জেলাশাসক, পুলিশসুপাররাও দিয়েছে।”