Naushad Siddiqui: ‘কেউ যদি মনে করে ভয় পেয়ে গিয়েছি, সেটা ভুল হবে’, জেল থেকে বেরিয়ে হুঁশিয়ারি নওশাদের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 04, 2023 | 11:40 AM

ISF MLA: সকাল থেকেই সংশোধনাগারের সামনে উপচে পড়ে মানুষের ভিড়।

Naushad Siddiqui: কেউ যদি মনে করে ভয় পেয়ে গিয়েছি, সেটা ভুল হবে, জেল থেকে বেরিয়ে হুঁশিয়ারি নওশাদের
নওশাদ সিদ্দিকি।

Follow Us

কলকাতা: দু’দিন আগে জামিন পেয়েছিলেন। তবে কাগজপত্র এসে না পৌঁছনোই প্রেসিডেন্সি সংশোধনাগারেই থাকতে হয়েছে অতিরিক্ত দু’ রাত। অবশেষে শনিবার সংশোধনাগার থেকে ছাড়া পেলেন তিনি। সকাল থেকেই সংশোধনাগারের সামনে উপচে পড়ে মানুষের ভিড়। এরপর নওশাদ সংশোধনাগারের বাইরে বেরোতেই শুরু হয় স্লোগান দেওয়া। গলায় মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। এদিন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বেরিয়ে নওশাদ বলেন, “বাংলার মানুষ শাসকদলের নোংরামি ধরে ফেলেছে। সাগরদিঘির ফল বুঝিয়ে দিচ্ছে, মানুষ উত্তর দিতেও শুরু করেছে। মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তর দিচ্ছে। আগামী দিনে পঞ্চায়েত ভোটে এর থেকে আরও ভাল ফল হবে।” একইসঙ্গে তিনি বলেন, লড়াই জারি থাকবে।

২১ জানুয়ারি গ্রেফতার হয়েছিলেন নওশাদ সিদ্দিকি। একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। এরপর লালবাজারের লকআপ, আদালত, পুলিশ হেফাজত, জেল হেফাজত শেষে ৪১ দিন পর জেলের বাইরে। দু’দিন আগেই জামিন পান নওশাদ সিদ্দিকি। তবে কাগজপত্র তৈরি হতে সময় লাগায় সংশোধনাগারেই থাকতে আইএসএফ বিধায়ককে। নওশাদ বলেন, “কেউ যদি মনে করে আমি ভয় পেয়ে গিয়েছি, সেটা ভুল হবে। আমি মানুষের জন্য লড়াইয়ে ছিলাম, আছি, আগামিদিনেও থাকব।” একইসঙ্গে বলেন, “আমাদের নামে যে অভিযোগগুলো নিয়ে এসেছে একটাও প্রমাণ করতে পারবে না। আমরা মারামারি, হানাহানির পক্ষে নই, বিকল্প রাজনীতির সন্ধানে আমরা এসেছি। শান্তিশৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করতে এসেছি আমরা।”

এই মুহূর্তে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে বিদ্ধ শাসকদল। এদিন নওশাদ সে অস্ত্রেই ধার দেন। বলেন, “এসএসসি, আপার প্রাইমারি, প্রাইমারি শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে বলব। সরকারি কর্মচারীদের হকের প্রাপ্য ডিএ, সেটা পাচ্ছেন না, তা নিয়েও কথা বলব।”

একইসঙ্গে কৌস্তভ বাগচীর গ্রেফতারি প্রসঙ্গে নওশাদ বলেন, “ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে আমি জানি না। তবে একটা কথা বলব, যদি কেউ আইনের গণ্ডীর মধ্যে থাকে, তাঁর সঙ্গে যদি অবিচার করা হয়, তার সঙ্গে আছি।” নওশাদ এদিন বলেন, তাঁকে ৪১ দিন ধরে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। তাঁর দাবি, “আমার রাজনৈতিক জীবনে এখনও অবধি আমি একটাও অগণতান্ত্রিক শব্দ ব্যবহার করিনি।”

নওশাদ বলেন, এই সংশোধনাগারে থাকাকালীন তিনি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী পড়েছেন। ১৮ বছরের এক যুবক দেশের জন্য জীবন দিয়েছেন। নওশাদ বলেন, “তাঁরা যদি আত্মবলিদান করতে পারেন, নওশাদ সিদ্দিকির ৪১ দিন জেল কী হয়েছে?”

Next Article