AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haridebpur Case: বান্ধবীর বিরুদ্ধে আঙুল অয়নের বন্ধুদের, দেহ উদ্ধার হতেই হরিদেবপুর থানার সামনে বিক্ষোভ

Haridevpur: একইসঙ্গে হরিদেবপুর থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে অবস্থানকারীদের তরফে।

Haridebpur Case: বান্ধবীর বিরুদ্ধে আঙুল অয়নের বন্ধুদের, দেহ উদ্ধার হতেই হরিদেবপুর থানার সামনে বিক্ষোভ
হরিদেবপুরে রাস্তা অবরোধ।
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 8:28 PM
Share

কলকাতা: দশমীর দিন থেকে নিখোঁজ থাকার পর হরিদেবপুরের যুবকের দেহ উদ্ধার হল। শুক্রবার নিখোঁজ অয়ন মণ্ডলের দেহ উদ্ধার হয় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থেকে। দশমীর দিন বান্ধবীর বাড়িতে গিয়ে আর ফেরেননি হরিদেবপুরের পূর্ব পুঁটিয়ারির যুবক অয়ন। দেড় দিন পর মিলল দেহ। এদিকে এই দেহ উদ্ধারের পরই শুক্রবার হরিদেবপুর থানার সামনের রাস্তায় অবরোধে বসেন অয়নের পাড়ার লোকজন। ক্রমেই ঘোরাল হয়ে ওঠে পরিস্থিতি। অয়নের পরিবারের অভিযোগ, বান্ধবী ও তাঁর পরিবারের হাত রয়েছে এই পরিণতির পিছনে। যদিও ইতিমধ্যেই তাঁর বান্ধবীর পরিবার উল্টো অভিযোগ তুলেছে অয়নের বিরুদ্ধেই।

এদিন থানার সামনে বসে অয়নের পাড়ার লোকজন বলেন, “গোটা লালবাজার এলেও আমাদের তুলতে পারবে না। ওদের বলতে হবে কীভাবে এই ঘটনা ঘটল। দোষীদের শাস্তি দিতেই হবে।” একইসঙ্গে হরিদেবপুর থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে অবস্থানকারীদের তরফে। এদিন অয়নের বাবা লালবাজার থেকে হরিদেবপুর থানায় ঢুকতে গেলে সেই সময় অয়নের কিছু বন্ধুও থানার ভিতর ঢুকতে যায়। সে সময় পুলিশি বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। এরপরই পুলিশের সঙ্গে একপ্রকার ধস্তাধস্তিও হয় বলে অবস্থানকারীদের দাবি। থানার সামনে নিরাপত্তা বাড়ানো হয়। যদিও বেশ কিছুক্ষণ পর পুলিশের মাইকিংয়ে অবরোধ ওঠে।

নিহত অয়ন মণ্ডলের কাকা কালীপদ মণ্ডলের অভিযোগ, “যেহেতু দেহ উদ্ধার হয়েছে, তাই মেয়ের পরিবারকে জনরোষের হাত থেকে বাঁচাতে থানায় নিয়ে আসা হয়েছে। থানায় এনে জিজ্ঞাসাবাদের নামে আসলে হরিদেবপুর থানা ওদের বাঁচাচ্ছে।” ইতিমধ্যেই এই ঘটনায় নানা রকমের অভিযোগ উঠে এসেছে। অয়নের পরিচিতরা এমনও অভিযোগ তুলেছেন, “আমাদের মনে হয় মেয়েটার মা কিছু করে দিয়েছে।” অয়নের মায়ের কথায়, “মেয়েটা বারবার আমাকে বলছে বিকি ঘরে ঢুকেছে? আমি আবার বললাম ও বোধহয় কোনও বন্ধুর বাড়িতে গেছে। ওরা যে কী করল জানি না।” যদিও অয়নের বান্ধবীর দাবি, সে পুজোয় বেরিয়েছিল বলে তাঁর গায়ে হাত তোলেন অয়ন।