Arrest: টলিপাড়ার তারকা এনে লক্ষ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ, গ্রেফতার নাগেরবাজারের যুবতী
Kolkata: যাঁদের থেকে সুদীপ্ত টাকা নেন বলে অভিযোগ, তাঁরা ওই সংস্থার অফিসে গিয়ে হানা দিয়েছিলেন। সেই সময় সংস্থার আরও এক মালিক বিষয়টি জানতে পেরে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন।
কলকাতা: সন্দেহজনক আর্থিক লেনদেন অ্যাকাউন্টে। তদন্তে নেমে এক যুবতীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। রবিবার নাগেরবাজার থেকে গ্রেফতার করা হয় ঋতু সাহা নামে ওই যুবতীকে। পুলিশ সূত্রের খবর, ধৃতকে জেরা করে পুলিশ সল্টলেক সেক্টর ফাইভের একটি অফিসের খোঁজ পায়। যে অফিসটি থেকে চলত বিরাট এক প্রতারণা চক্র। সোমবারই বিধাননগর আদালতে তোলা হয় ঋতু সাহাকে। তবে এই ঘটনায় অভিযোগের শিকড় অনেক গভীরে। ২০২১ সালের একটি অভিযোগের তদন্তের সূত্র ধরেই এই গ্রেফতারি বলে জানিয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এদিন আদালত ধৃতের ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঋতু সাহার স্বামী সুদীপ্ত রায় চৌধুরী। এই সুদীপ্তর বিরুদ্ধে ২০২১ সালে একটি অভিযোগ জমা পড়েছিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। অভিযোগ, ইভেন্ট ম্যানেজমেন্টের ওয়েবসাইট খুলে টলিউডের অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের প্রমোশন করাতেন সুদীপ্ত। এইভাবে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে মোট ১৪ লক্ষ টাকা তোলেন বলে অভিযোগ ।
যাঁদের থেকে সুদীপ্ত টাকা নেন বলে অভিযোগ, তাঁরা ওই সংস্থার অফিসে গিয়ে হানা দিয়েছিলেন। সেই সময় সংস্থার আরও এক মালিক বিষয়টি জানতে পেরে ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে সেই অভিযোগ হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। এদিকে পুলিশে অভিযোগের পরই আদালত থেকে আগাম জামিন নিয়ে নেন সুদীপ্ত। এই মামলায় আইও চার্জশিটও পেশ করেন। তবে সেখানে আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ের কাগজপত্র দেওয়া হয়নি।
এরপরই বিচারক এই তদন্ত হস্তান্তরের সিদ্ধান্ত নেন। তদন্তভার দেওয়া হয় বিধাননগর সাইবার ক্রাইম শাখাকে। তদন্তে নেমেই সুদীপ্তর স্ত্রীর অ্যাকাউন্টে নজর যায় তাদের। পুলিশ সূত্রে খবর, তদন্তে উঠে আসে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে তা তুলতেন সুদীপ্ত। রবিবার সাইবার থানার তদন্তকারী অফিসাররা নাগেরবাজার থেকে সুদীপ্ত রায় চৌধুরীর স্ত্রী ঋতু সাহাকে গ্রেফতার করে।