কলকাতা: ফের শহরে বিপুল নগদ টাকা উদ্ধার (Money Recover)। এবার দক্ষিণ কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাট থেকে উদ্ধার করা হল প্রায় ১ কোটি টাকা। গড়িয়াহাটে একটি গাড়ি থেকে এই বিপুল নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। বুধবার বিকেলে কোটি টাকা উদ্ধার করা হয় বালিগঞ্জ থেকে। এবার স্থান গড়িয়াহাট। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা ও এসটিএফের গোয়েন্দারা যৌথভাবে একটি অভিযান চালায়। গড়িয়াহাট মোড়ের কাছে একটি গাড়ি আটক করা হয়। সেই গাড়ি থেকে প্রায় ১ কোটি টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালক দুলাল রায় ও মুকেশ সারস্বতকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, দুলাল রায়ের বাড়ি বেলগাছিয়া। মুকেশের বাড়ি কলকাতার যমুনালাল বাজার স্ট্রিটে। তবে তিনি রাজস্থানের। তদন্তকারীদের অনুমান, এই টাকার সঙ্গে হাওয়ালার যোগ রয়েছে। এর আগে দেখা গিয়েছে, বড়বাজার ও পোস্তা এলাকা থেকে দফায় দফায় ৫০ লক্ষ এবং ৬০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়। গড়িয়াহাট থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। গড়িয়াহাট থানা এলাকা থেকে ধৃতদের লালবাজারে নিয়ে যাওয়া হয়।
তদন্ত একেবারে প্রাথমিক পর্যায়ে। তবে গোয়েন্দা সূত্রে খবর, তাদের কাছে গাড়ির নম্বর ছিল। সঙ্গে খবর ছিল, গাড়িতে বিপুল পরিমাণে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতেই এসটিএফ ও কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা সাড়ে ৬টা নাগাদ গাড়িটিকে গড়িয়াহাট মোড়ের কাছে আটকায়। গাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকার সন্ধান মেলে। এখনও টাকার গণনা চলছে।
প্রসঙ্গত, বুধবার ৮ ফেব্রুয়ারি বালিগঞ্জে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় তারা। সঙ্গে ৫/এ আর্ল স্ট্রিটেও অভিযান চলে। প্রায় ১০ ঘণ্টার বেশি সময় তল্লাশির পর বালিগঞ্জ থেকে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। একটি ডেস্কটপও উদ্ধার করে ইডি, সঙ্গে বেশ কিছু নথি। এরপরই শুক্রবার ইডির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বালিগঞ্জের এক ধাবা মালিক মনজিৎ সিং গিরেওয়াল ওরফে জিট্টা ভাইয়ের মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা করা হয়। সেই চেষ্টা করেছিলেন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা।