ED: এবার নজরে ‘কাকু’, ৩ হাজার অযোগ্যর চাকরির বদলে পার্থকে দামি গাড়ি ভেট?

Recruitment Scam: তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর পর এই কাকুর কথা উঠে আসে তদন্তকারীদের সামনে।

| Edited By: সায়নী জোয়ারদার

Feb 20, 2023 | 11:21 PM

কলকাতা: প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস একদিন আগেই বোমা ফাটিয়েছিলেন। বলেছিলেন, নিয়োগের টাকা জিপে করে কলকাতায় গিয়েছে। এবার চাকরি চুরির অভিযোগে উঠে এল আরও এক গাড়ি-প্রসঙ্গ। সেই গাড়ি নাকি এক ‘কাকু’র দেওয়া ভেট। ইডি সূত্রে খবর, এই গাড়ি পার্থ চট্টোপাধ্যায়কে উপহার দেওয়া হয়েছিল। যদিও এ তত্ত্বে কতটা সত্যতা আছে, তা এখনও ইডির তদন্তসাপেক্ষ। তবে এ কাকুর কথা আগে শোনা গিয়েছিল গোপাল দলপতির মুখে। যে গোপালের কথা বলেছিলেন কুন্তল। আর যাঁকে ইডির দরবার অবধি নিয়ে এসেছিলেন তাপস মণ্ডল।

ইডি সূত্রে খবর, ওই কাকুর পাঠানো তালিকা থেকে চাকরি হয়েছিল হাজার তিনেক অযোগ্যের। আর সেই চাকরি পাইয়ে দেওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সবরকম সহযোগিতা করেছিলেন বলেই ইডি সূত্রে খবর। আর তার পরিবর্তেই উপঢৌকন হিসাবে ৩০ লক্ষ টাকার গাড়ি পেয়েছিলেন পার্থ, বলছে ইডির সূত্র।

তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর পর এই কাকুর কথা উঠে আসে তদন্তকারীদের সামনে। কিন্তু এ কাকু পার্থর কাকু নন, কুন্তল ঘোষের কাকু। এই কাকুর দৌলতেই নাকি কুন্তলের কর্মসিদ্ধি হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ইডি আধিকারিকরা কালীঘাটের কাকুর সঙ্গে পার্থ যোগের ইঙ্গিত পাচ্ছেন বলেও সূত্রের দাবি।

ইডি সূত্রে দাবি, ভেট হিসাবে দামি গাড়ি পার্থকে দিয়েছিলেন কাকু। সে বিষয়ে তদন্ত চলছে। আগেই খবর এসেছে, কুন্তল ফল পাঠাতেন পার্থর কাছে। হাটে হাঁড়ি ভেঙেছেন উপেন বিশ্বাসও। তাঁর দাবি, জিপ বোঝাই টাকা আর মাছ আসত কলকাতায়। পাঠাতেন চন্দন মণ্ডল। উপেন বিশ্বাসের ইঙ্গিতও খুবই স্পষ্ট। তবে সূত্রের খবর, এই গাড়ির বিষয়টি তদন্ত করে দেখছে ইডি। ভবিষ্যতে যথার্থ তথ্যপ্রমাণ পেলে কোর্টে এ বিষয়ে জানাবে ইডি।

এর আগে গোপাল দলপতি এই কাকু প্রসঙ্গ তুলেছিলেন। কুন্তল ঘোষের সঙ্গে কাকুর যোগাযোগ প্রসঙ্গে বলেছিলেন, “ও কোথায় টাকা দিত জানি না। তবে আমি প্রায় প্রায়ই শুনতাম কাকুকে দিতে হবে। কাকুকে টাকা না দিলে তাড়াতাড়ি হবে না।”

কলকাতা: প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস একদিন আগেই বোমা ফাটিয়েছিলেন। বলেছিলেন, নিয়োগের টাকা জিপে করে কলকাতায় গিয়েছে। এবার চাকরি চুরির অভিযোগে উঠে এল আরও এক গাড়ি-প্রসঙ্গ। সেই গাড়ি নাকি এক ‘কাকু’র দেওয়া ভেট। ইডি সূত্রে খবর, এই গাড়ি পার্থ চট্টোপাধ্যায়কে উপহার দেওয়া হয়েছিল। যদিও এ তত্ত্বে কতটা সত্যতা আছে, তা এখনও ইডির তদন্তসাপেক্ষ। তবে এ কাকুর কথা আগে শোনা গিয়েছিল গোপাল দলপতির মুখে। যে গোপালের কথা বলেছিলেন কুন্তল। আর যাঁকে ইডির দরবার অবধি নিয়ে এসেছিলেন তাপস মণ্ডল।

ইডি সূত্রে খবর, ওই কাকুর পাঠানো তালিকা থেকে চাকরি হয়েছিল হাজার তিনেক অযোগ্যের। আর সেই চাকরি পাইয়ে দেওয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সবরকম সহযোগিতা করেছিলেন বলেই ইডি সূত্রে খবর। আর তার পরিবর্তেই উপঢৌকন হিসাবে ৩০ লক্ষ টাকার গাড়ি পেয়েছিলেন পার্থ, বলছে ইডির সূত্র।

তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর পর এই কাকুর কথা উঠে আসে তদন্তকারীদের সামনে। কিন্তু এ কাকু পার্থর কাকু নন, কুন্তল ঘোষের কাকু। এই কাকুর দৌলতেই নাকি কুন্তলের কর্মসিদ্ধি হয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। ইডি আধিকারিকরা কালীঘাটের কাকুর সঙ্গে পার্থ যোগের ইঙ্গিত পাচ্ছেন বলেও সূত্রের দাবি।

ইডি সূত্রে দাবি, ভেট হিসাবে দামি গাড়ি পার্থকে দিয়েছিলেন কাকু। সে বিষয়ে তদন্ত চলছে। আগেই খবর এসেছে, কুন্তল ফল পাঠাতেন পার্থর কাছে। হাটে হাঁড়ি ভেঙেছেন উপেন বিশ্বাসও। তাঁর দাবি, জিপ বোঝাই টাকা আর মাছ আসত কলকাতায়। পাঠাতেন চন্দন মণ্ডল। উপেন বিশ্বাসের ইঙ্গিতও খুবই স্পষ্ট। তবে সূত্রের খবর, এই গাড়ির বিষয়টি তদন্ত করে দেখছে ইডি। ভবিষ্যতে যথার্থ তথ্যপ্রমাণ পেলে কোর্টে এ বিষয়ে জানাবে ইডি।

এর আগে গোপাল দলপতি এই কাকু প্রসঙ্গ তুলেছিলেন। কুন্তল ঘোষের সঙ্গে কাকুর যোগাযোগ প্রসঙ্গে বলেছিলেন, “ও কোথায় টাকা দিত জানি না। তবে আমি প্রায় প্রায়ই শুনতাম কাকুকে দিতে হবে। কাকুকে টাকা না দিলে তাড়াতাড়ি হবে না।”