Road Accident: গলগল করে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মুখ চেপে বসে বৃদ্ধ! ফের দুর্ঘটনা সল্টলেকে
Saltlake: শনিবার সকাল তখন সাড়ে ১১টা। এক বাইক আরোহী তাঁর বাবাকে নিয়ে সিকে ব্লক ধরে যাচ্ছিলেন।

কলকাতা: ফের দুর্ঘটনা সল্টলেকে (Saltlake)। বেপরোয়া অটোর ধাক্কায় গুরুতর জখম হলেন এক বৃদ্ধ। শনিবার সল্টলেক সিকে ব্লকে এই ঘটনা ঘটে। অভিযোগ, এক যুবক তাঁর বৃদ্ধ বাবাকে নিয়ে রাস্তার ধার ঘেঁষে বাইক চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় একটি অটো এসে ইচ্ছাকৃত তাঁদের চেপে দেয়। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তাঁরা। বৃদ্ধের নাকে, হাতে আঘাত লাগে। নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। বারবার সল্টলেকে দুর্ঘটনা। কখনও বেপরোয়া বাইকের গতির শিকার সাধারণ পথযাত্রী, কখনও আবার বাস কিংবা অটো দৌরাত্ম্যে নাকাল যাত্রী। বারবার প্রশাসনের তরফে সচেতন করা হলেও কোনও কাজ হচ্ছে না বলেই অভিযোগ স্থানীয় লোকজনের। আরও কঠোরভাবে পুলিশ এই ধরনের বেপরোয়া মানসিকতায় রাশ টানুক, মত তাঁদের।
শনিবার সকাল তখন সাড়ে ১১টা। এক বাইক আরোহী তাঁর বাবাকে নিয়ে সিকে ব্লক ধরে যাচ্ছিলেন। করুণাময়ীর দিকে যাওয়ার সময় সিকে ব্লকের একটি পার্কের ধারে দুর্ঘটনাটি ঘটে। বাইক থেকে ছিটকে পড়েন বাবা ও ছেলে। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করেন স্থানীয়রা। যদিও যেই অটোয় এই ঘটনা তা চিহ্নিত করা যায়নি।
বাইক চালক ওই যুবক বলেন, “আমি একদমই রাস্তার ধার ঘেঁষে যাচ্ছিলাম। অটোটা এসে ইচ্ছে করে চেপে দিয়ে পালাল।” এরপর অন্য একটি অটোটে তাঁকে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শী কাজল বাঁশি বলেন, “একজন দাদা বাইকে ছিলেন। পিছনে ওনার বাবা বসেছিলেন। আমি পিছনেই ছিলাম। হঠাৎ দেখি একটি বাইকে রাস্তার ধারে পড়ে। একজন বৃদ্ধ রাস্তায় মুখ চেপে বসে আছেন। একটা গাড়ি একেবারে চেপে দিয়ে চলে গিয়েছে। তবে অটো কি না তা ঠিকমতো আমি বুঝতে পারিনি। সে সময় অনেকগুলি অটো, গাড়ি যাচ্ছিল। কেউ একবার দাঁড়াল না পর্যন্ত।”
ওই প্রত্যক্ষদর্শী জানান, ধাক্কা লাগার পর ওই যুবক গাড়ির পিছন পিছন ছুটতে থাকেন। কাজল বাঁশির কথায়, “আমি আবার ততক্ষণে দৌড়ে এসে ওই বৃদ্ধকে তুলে রাস্তার ধারে বসাতে গিয়ে দেখি নাক দিয়ে গলগল করে রক্ত পড়ছে। ওই বৃদ্ধের ডান পায়ে সমস্যা। উঠতে পারছিলেন না। হাতও কেটে গিয়েছে। ওই দাদাও গাড়ির পিছনে ছুটতে গিয়ে পড়ে যান রাস্তায়। তারপর বাবা ছেলে হাসপাতালের দিকে গেলেন বোধহয়।”
