Accident: আবারও দমদম পার্কের সিগনালে দুর্ঘটনা, পর পর গাড়িতে ধাক্কা

Road Accident: কিছুদিন আগেই ভিআইপি রোডের সিগন্যালে দুর্ঘটনার বলি হন ৪ জন।

Accident: আবারও দমদম পার্কের সিগনালে দুর্ঘটনা, পর পর গাড়িতে ধাক্কা
দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি।

| Edited By: সায়নী জোয়ারদার

Apr 21, 2023 | 5:07 PM

কলকাতা: দমদম পার্কে (Dumdum Park) পর পর বাইকে ধাক্কা একটি প্রাইভেট গাড়ির। গুরুতর জখম দু’টি বাইকে থাকা তিন বাইকআরোহী। স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আহতদের। পুলিশ সূত্রে খবর, শুক্রবার তখন বেলা তিনটে। বাগুইআটি উড়ালপুল থেকে দ্রুত গতিতে একটি প্রাইভেট গাড়ি দমদম পার্কের দিকে যাচ্ছিল। উল্টোডাঙার দিকে যাচ্ছিল সেটি। গাড়িতে একজন মহিলা চালক ছিলেন। আচমকাই দমদম পার্কে সিগনালে লাল বাতি জ্বলে ওঠে। পরপর অন্যান্য গাড়ি দাঁড়িয়ে পড়ে। সেই সময় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি চার চাকার গাড়িকে ধাক্কা মারে।

এরপর আরও দু’টি বাইকেও ধাক্কা মারে সেটি। বাইকে থাকা তিন আরোহী গুরুতর জখম হন। ওই প্রাইভেট গাড়ি ও মহিলা চালককে আটক করেছে লেকটাউন থানার পুলিশ। গাড়িটির সামনের দিক একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। পর পর দমদম পার্ক এলাকায় দুর্ঘটনায় প্রশ্ন উঠছে, এলাকার যান নিয়ন্ত্রণ নিয়ে।

চলতি মাসেই ভয়াবহ দুর্ঘটনা ঘটে দমদম পার্ক সিগন্যালে। লেক টাউন থেকে এয়ারপোর্টের দিকে ভিআইপি রোডের উপর দাঁড়িয়েছিল গাড়িটি। তার ঠিক পিছনেই দাঁড়িয়েছিল একটি বাইক। বেপরোয়া গতিতে এসে একটি SUV গাড়ি প্রথমে বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে। এরপর ডাম্পারে। সেই ঘটনায় মারা যান চারজন। দুর্ঘটনার সময় গাড়িতে এক মহিলা-সহ মোট পাঁচজন ছিলেন। তিনজনেরই মৃত্যু হয়। পরে আরও ২ জন মারা যান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ ছিল, SUV গাড়িটির বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে তারপরও যে সচেতনতা আসেনি। শুক্রবারের ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।