কলকাতা: চাকরি প্রার্থীদের বিক্ষোভে ফের উত্তপ্ত করুণাময়ী। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এসএলএসটি (SLST) চাকরি প্রার্থীদের নতুন নোটিফিকেশনের দাবিতে সোমবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসেন প্রার্থীরা। অভিযোগ, সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে তাঁদের আটকে দেয় পুলিশ। এরপর তাঁদের থানায় তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ফের তুলকালাম শুরু হয় করুণাময়ী চত্বরে।
নতুন করে বিজ্ঞপ্তি জারি করার দাবি তুলে স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট বা এসএলএসটির শারীরশিক্ষা ও কর্মশিক্ষা বিষয়ের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির চাকরি প্রার্থীরা এদিন হাজির হন সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে। এসএসসি ভবন অভিযানে যাওয়ার কথা ছিল তাঁদের। এদিকে এই অভিযানের বিষয়ে খবর ছিল বিধাননগর কমিশনারেটের কাছে। সেইমতো সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছিল তারা।
এদিন সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছেই চাকরি প্রার্থীদের আটকে দেওয়া হয় বলে অভিযোগ। প্রায় ২০০ থেকে ২৫০ জন চাকরি প্রার্থী ছিলেন। পুলিশের সঙ্গে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। পরে তা ধস্তাধস্তিতেও পৌঁছয় বলে অভিযোগ। এরপরই চাকরি প্রার্থীদের কয়েকজনকে বিধাননগর পূর্ব ও কয়েকজন বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, যেহেতু এসএসসি ভবনের সামনে ১৪৪ ধারা জারি রয়েছে সেক্ষেত্রে যে কোনও জমায়েত নিষিদ্ধ। আর এই কর্মসূচির আগাম অনুমতিও নেওয়া ছিল না। তাই তা আটকানো হয়েছে।
এক আন্দোলনকারী শুভজিৎ রায় জানান, ‘ষষ্ঠ থেকে দ্বাদশের নিয়োগের জন্য আমরা গত ২২ অগস্ট আসি। চেয়ারম্যানকে এ নিয়ে স্বারকলিপিও দিয়েছিলাম। এখনও পর্যন্ত তার কোনও সদুত্তর আমরা পেলাম না। আমরা জানতে এসেছিলাম নতুন নোটিস ডিসেম্বরের মধ্যে পাব কি না। আমাদের দাবি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত নতুন নোটিস দিতেই হবে। আমরা আজ শান্তিপূর্ণভাবেই এসেছিলাম। আমরা পুলিশের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করেই কর্মসূচিতে যোগ দিতে চেয়েছিলাম।’ কিন্তু পুলিশ তা করতে দিল না, উল্টে তুলে নিয়ে গেল বলে অভিযোগ চাকরি প্রার্থীদের।