
কলকাতা: রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ মঙ্গলবার ২৫শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন তিনি। কবিগুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপণ করবেন শাহ। এরপর যাবেন পেট্রাপোলে। পেট্রাপোল থানার নতুন ভবন উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।পেট্রাপোল বন্দরে দ্বিতীয় কার্গো গেটের ভূমিপুজোয় যোগদান করার কথা তাঁর। সেখানেই মধ্যাহ্নভোজন সেরে ফের হেলিকপ্টারে কলকাতার পথে রওনা দেবেন অমিত শাহ। বিকেলে সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সোমবার রাতেই কলকাতায় এসে পৌঁছন স্বরাষ্ট্রমন্ত্রী। এই শাহি-সফর নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “মঙ্গলবার উনি প্রথমে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন। মালা দিয়ে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাবেন। তারপর ওনার সরকারি অনুষ্ঠান আছে। বিএসএফের সেই অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর সন্ধ্যায় রবীন্দ্রজয়ন্তী উদযাপনে থাকবেন তিনি। যোগ দেবেন সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানেও।”
সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান সেরে কলকাতার এক পাঁচতারা হোটেলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে দলীয় কর্মীদের সঙ্গে নৈশভোজ সেরেই কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দলেন অমিত শাহ। রাতেই দিল্লির বিমান ধরবেন তিনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারাজীবনে মাত্র দুবার শান্তিনিকেতনে গিয়েছেন। কিন্তু, শান্তিনিকেতন সম্পর্কে অনেক জ্ঞান সংগ্রহ করেছেন, পড়াশোনা করেছেন বলে এদিন কলকাতায় রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে জানান শাহ। তিনি আরও বলেন, গোটা বিশ্বের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে অনুকরণযোগ্য হল শান্তিনিকেতন। আগামী দিনে শন্তিনিকেতনই সমস্ত বিশ্বকে শিক্ষার নতুন পথ দেখাবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ তুলে মাতৃভাষায় জোর দেওয়ার বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যে শিশু মাতৃভাষায় কথা বলতে পারবে না, পড়তে পারবে না, মাতৃভাষায় পড়ার সুযোগ দেওয়া হবে না, সেই শিশুর ভাবনা, বিচার করার ক্ষমতা থাকবে না। এটা সমস্ত শিক্ষাবিদের মনে রাখা জরুরি। সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় শিক্ষানীতিতে মাতৃভাষার উপর জোর দিয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অ্যালবার্ট আইনস্টাইনের সম্পর্ক ছিল বলেও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে রবি ঠাকুর বরাবর মাতৃভাষার উপর জোর দিয়েছিলেন।
কেবল বাংলা নয়, গুজরাটের সঙ্গেও রবি ঠাকুরের বিশেষ সম্পর্ক ছিল বলে জানান অমিত শাহ। তিনি বলেন, গুজরাট ও গুজরাট সাহিত্যের সঙ্গে গুরুদেবের বিশেষ সম্পর্ক ছিল। গুজরাটের অনেক সাহিত্য রবীন্দ্রনাথ বাংলায় অনুবাদ করেছেন এবং আহমেদাবাদের অনেকের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। আজও আহমেদাবাদের মানুষ রবি ঠাকুরকে স্মরণ করে বলেও জানান শাহ।
শিক্ষাক্ষেত্রে রবি ঠাকুরের বিশেষ ভূমিকা ছিল বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, শান্তিনিকেতন প্রতিষ্ঠার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শিক্ষাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন।
স্বাধীনতা আন্দোলন থেকে বিশ্বের দরবারে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে রবি ঠাকুরের বিশেষ অবদান ছিল বলে জানান অমিত শাহ। তিনি বলেন, স্বাধীনতা আন্দোলনের প্রতিটি নেতার অনুপ্রেরণা ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। বিশ্বের দরবারে ভারতের সাহিত্য-সংস্কৃতিকে তিনিই তুলে ধরেছিলেন। প্রথমবার সাহিত্যে নোবেল পুরস্কারও তিনি এনেছিলেন। দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাও ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
জোড়াসাঁকোর পর সায়েন্স সিটি-তে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ‘খোলা হাওয়া’য় যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে বক্তৃত্বা দিতে উঠে রবী ঠাকুরের সৃষ্টির ভূয়সী প্রশংসা করেন তিনি।
ভারতের জমি সুরক্ষা করতে বিএসএফ কোনও কসুর রাখে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যখন বিএসএফ-এর জওয়ান সীমান্তে থাকে, দেশের কোথাও ভূমিসীমা সুরক্ষা নিয়ে চিন্তা নেই। এটা দেশের জন্য বড় বিশ্বাসের বাতাবরণ, বিএসএফ তৈরি করেছে। স্থলবন্দর ও বিএসএফ-কে ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠান করার ব্যাপারে সহযোগিতা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ।
প্রতিবেশী দেশগুলির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে স্থলবন্দর বিশেষ ভূমিকা পালন করে। নেপাল হোক, বাংলাদেশ বা ভুটান – সব দেশের সঙ্গে স্থলবন্দর কর্তৃপক্ষ বিশেষ ভূমিকা পালন করে।
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সীমান্তের পরিকাঠামো ভাল হয়েছে জানিয়ে শাহ বলেন, আজ সীমান্তে যোগাযোগের উন্নতি হয়েছে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ হয়েছে। সীমান্তবর্তী গ্রামগুলির পরিকাঠামো এতটাই উন্নয়ন হয়েছে যে সেটা দেশের প্রথম গ্রাম হিসাবে উঠে এসেছে। দেশের অন্যান্য গ্রামের মতো সীমান্তবর্তী গ্রামের উন্নয়ন করতে চাই।
আগে সীমান্তে নিরাপত্তা ছিল না। সীমান্তে পরিকাঠামো ছিল না। যোগাযোগ ব্যবস্থা কম ছিল। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ কম ছিল। সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়ন হয়নি বলে তোপ স্বরাষ্ট্রমন্ত্রীর।
পেট্রাপোলের আর্থিক উন্নতি প্রসঙ্গে শাহ বলেন, আর্থিক উন্নয়নে বড় ভূমিকা পেট্রাপোলের। পেট্রাপোল সীমান্তে বাণিজ্যের অঙ্ক বেড়েছে।
ভারত-বাংলাদেশ সম্পর্ক বহুদিনের। বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ে বিএসএফ যোগদান করেছিল। আজও ভারত-বাংলাদেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে।
এই মৈত্রী গেটের মাধ্যমে ভারত-বাংলাদেশের মধ্যে নতুন সম্পর্ক স্থাপন করল বলে জানিয়েছেন শাহ। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক কেউ ভাঙতে পারবে না।
পেট্রাপোলের মৈত্রী গেটের ভূমি পুজোয় যোগদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
জোড়াসাঁকোয় কবি প্রণাম সেড়ে পেট্রাপোলে BSF-এর অনুষ্ঠানে যোগদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
পেট্রাপোলের নতুন থানা ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ।
অমিত শাহজি এসেছেন সেটা ভাল। কিন্তু রবীন্দ্রনাথকে শুধু প্রণাম করলে হবে না। ভোটের জন্য রবীন্দ্রনাথকে ব্যবহার করলে হবে না। রবীন্দ্র আদর্শকে জীবনে আনতে হবে। রবীন্দ্র আদর্শ অর্থাৎ সহিষ্ণুতাবোধ। রবীন্দ্র আদর্শ বোধ অর্থাৎ সবাইকে সমান দেখা, বললেন ফিরহাদ হাকিম।
এরপর জোড়াসাঁকোয় সংগ্রহশালায় যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঘুরে দেখেন ঠাকুরবাড়ি। ঠাকুরবাড়ির দেওয়ালে প্রচুর ছবি রয়েছে। তাতে ঠাকুরপরিবারের বিভিন্ন ইতিহাস যেন মূর্ত। সেগুলিও দেখেন অমিত শাহ। এরপর জোড়াসাঁকোর ভিজিটার্স বুকে সইও করেন শাহ। কেমন লাগল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, নিজের ভাব ব্যক্তও করেন।
অমিত শাহের সঙ্গে জোড়াসাঁকোয় রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁরাও এদিন রবি-মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।
জোড়াসাঁকোয় পৌঁছলেন অমিত শাহ। সেখানে রবীন্দ্রনাথের যে মূর্তি, সেখানে মাল্যদান করেন শাহ। শ্রদ্ধা জানান বিশ্বকবিকে।
West Bengal | Union Home Minister Amit Shah arrives in Kolkata. pic.twitter.com/QnQFabkYcp
— ANI (@ANI) May 8, 2023
সকাল সাড়ে ১০টায় কলকাতায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে যাবেন অমিত শাহ। সেখানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে শ্রদ্ধা জানাবেন। দুপুর ১২টায় উত্তর ২৪ পরগনার আইসিপি পেট্রাপোলে যাবেন। ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। কলকাতার সায়েন্স সিটিতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেল সাড়ে ৪টেয়। এরপর বিকেল সাড়ে ৫টায় সায়েন্স সিটিতে ‘খোলা হাওয়া’ অনুষ্ঠানে যোগ দেবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান এটি।
বাংলায় আসার আগে সোমবার রাতেই টুইটারে অমিত শাহ লেখেন, প্রত্যেক প্রজন্মের কাছে কতটা তাৎপর্যপূর্ণ কবিগুরুর লেখনি।
Gurudev Rabindranath Tagore’s soulful literature remains an ethereal voice that will continue to inspire generations with his benevolence. Leaving for West Bengal to attend his birth anniversary celebration tomorrow. https://t.co/HIsQ7E0JOI
— Amit Shah (@AmitShah) May 8, 2023