Behala: জানলার দিকে পাশ ফিরে শুয়ে শাশুড়ি, বৌমা ঘরের লাইট জ্বালতেই গলা শুকিয়ে কাঠ…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 02, 2022 | 5:07 PM

Behala News: পায়ের সমস্যায় ভুগছিলেন ওই বৃদ্ধা। হাঁটাচলাও করতে পারতেন না।

Behala: জানলার দিকে পাশ ফিরে শুয়ে শাশুড়ি, বৌমা ঘরের লাইট জ্বালতেই গলা শুকিয়ে কাঠ...
বেহালায় চাঞ্চল্যকর ঘটনা।

Follow Us

কলকাতা: বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। পাশের ফ্ল্যাটে বড় ছেলে পরিবার নিয়ে থাকেন। আরেক ছেলেও পাশেই থাকেন। শুক্রবার সকালে বড়বৌমা এসে দেখেন ঘরের সামনে শুয়ে রয়েছেন শাশুড়ি। প্রথমে মনে করেছিলেন, শাশুড়ি বোধহয় অসুস্থ। পরে ঘরের লাইট জ্বালতেই দেখেন ভয়ঙ্কর দৃশ্য। গলায় দড়ি বাঁধা অবস্থায় পড়ে রয়েছেন শাশুড়ি। আর সেই দড়ি বাঁধা রয়েছে জানলার সঙ্গে। দৃশ্য দেখে চিৎকার করে ওঠেন বৌমা। এরপরই ছুটে আসেন আশেপাশের লোকজন। খবর দেওয়া হয় বেহালা (Behala) থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পরিবারের লোকজনের দাবি, শারীরিক অসুস্থতা ক্রমেই হতাশা তৈরি করছিল বৃদ্ধার মনে। সে কারণেই এই ঘটনা বলে দাবি পরিবারের।

শুক্রবার সকালে বেহালা থানা এলাকার চণ্ডীতলা ব্রাঞ্চ রোডে ৭২ বছর বয়সী সন্ধ্যা দাসের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, রাতে ঘরে একাই থাকতেন ওই বৃদ্ধা। পাশেই পরিবার নিয়ে থাকেন ছেলেরা। স্থানীয় সূত্রে খবর, বড় বৌমা প্রতিদিনই সকালে এসে শাশুড়িকে দেখে যান। রাতে তালা দিয়ে চলে যান। সেইমতোই এদিনও আসেন। ভোর ৫টায় তালা খুলে ঢুকেই দেখেন এই দৃশ্য। সঙ্গে সঙ্গে বেহালা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই বৃদ্ধাকে উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সন্ধ্যাদেবীর বড় বৌমা শ্যামলী দাস বলেন, “আমি সকাল দরজা খুলে দেখছি এই ঘটনা। জানলার সঙ্গে গলায় দড়ি দিয়ে শুয়ে আছেন। ওনার শরীর খুবই খারাপ ছিল। ওয়াকার নিয়ে হাঁটাচলা করতেন। মাঝে জ্বর হওয়ার পর আর উনি হাঁটাচলা করতে পারতেন না। শুনেছি ছোট থেকেই ওনার পায়ের সমস্যা। তবে বয়স বাড়ার সঙ্গে সমস্যা আরও বাড়তে থাকে। এমনি উনি ঘরে একাই থাকেন। পাশের ফ্ল্যাটে থাকি আমরা। রোজই আসি। কালও রাত ১১টায় গিয়েছি, আজ ভোর ৫টায় চলে আসি। আমি আবার এভাবে শুয়ে রয়েছে দেখে ভাবলাম হয়ত শরীরটা বেশি খারাপ। লাইটটা জ্বালিয়ে দেখি ভয়াবহ সেই দৃশ্য। জানলার সঙ্গে দড়ি বাঁধা গলায়। শারীরিক অসুস্থতার কারণেই মনে হয় এমনটা করলেন। নিজে কিছুই করতে পারতেন না। সে কারণেই হয়ত এমনটা করলেন। আমরা সঙ্গে সঙ্গেই থানায় খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করে।”

Next Article