Bike Theft: মাঝরাতে বাড়ির নীচে ঘুরঘুর, সিসিটিভিতে ধরা পড়ল ‘তিন মূর্তি’র কীর্তি

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 01, 2022 | 11:38 PM

Lake Town: চারদিক শুনশান ছিল সে সময়। রাস্তায় একটি চার চাকার গাড়ি দাঁড় করানো ছিল। আড়ালে দু'টি বাইক।

Bike Theft: মাঝরাতে বাড়ির নীচে ঘুরঘুর, সিসিটিভিতে ধরা পড়ল তিন মূর্তির কীর্তি
সেই সিসিটিভি ফুটেজ।

Follow Us

কলকাতা: অত্যন্ত দক্ষতার সঙ্গেই চুরি করেছিল দুই তালা দেওয়া বাইক। কিন্তু কাল হল সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজের হাত ধরেই অপরাধী অবধি পৌঁছে গেল লেকটাউন থানার পুলিশ। রাতের অন্ধকারে দুঃসাহসিক বাইক চুরির ঘটনায় চক্রের মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সৌরভ ঘোষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুন মাঝরাতে লেকটাউন জয়া সিনেমা হলের পাশ থেকে বাইক চুরি হয়ে যায়। বাইকের মালিক লেকটাউন থানায় অভিযোগ জানান। এলাকার বাসিন্দা বিজয় বর্মার বাইক ছিল। ঘটনার তদন্তে নেমে প্রথমেই এলাকার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন তদন্তকারীরা।

ফুটেজটিতে দেখা যায়, রাত ২টো নাগাদ তিনজন যুবক এসে দু’টি বাইক নিয়ে পালায়। চারদিক শুনশান ছিল সে সময়। রাস্তায় একটি চার চাকার গাড়ি দাঁড় করানো ছিল। আড়ালে দু’টি বাইক। প্রথমে একটি বাইক ঘুরিয়ে এনে মাঝ রাস্তায় রাখেন এক যুবক। তাঁর পিছু পিছু আরও একজন আসেন। এরপরই দেখা যায় পিছনে আরও একজন আছেন। সেখানে রাখা একটি বাইকের তালা খোলার চেষ্টা করছেন তিনি। কিছুক্ষণ পর দেখা যায় সেই বাইকটি নিয়ে এগিয়ে আসেন। এরপরই তিনজন হাওয়া।

সেই সিসিটিভি ফুটেজ যায় পার্শ্ববর্তী ট্র্যাফিক গার্ডগুলিতে। সেখান থেকেই তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে বাদুড়িয়া এলাকায় হানা দেয় লেকটাউন থানার পুলিশ। সেখান থেকেই মূল অভিযুক্ত সৌরভ ঘোষকে গ্রেফতার করা হয়। শুক্রবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে এগিয়ে নিয়ে যেতে চায়। সৌরভের বাকি সঙ্গীদের খোঁজ করছে পুলিশ।

মাস দু’য়েক আগে লেকটাউনের এসকে দেব রোডের এক বাসিন্দার বাইক চুরি হয়। ঠিক একই কায়দায় সেটিও চুরি হয়েছিল। পরে সিসিটিভির ফুটেজ দেখে নারকেলডাঙা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এলাকার বাসিন্দা দিব্যেন্দু মণ্ডল নিয়মিত বাড়ির নীচে বাইক রাখতেন। হঠাৎই একদিন সকালে উঠে দেখেন তাঁর বাইক উধাও। বারবার লেকটাউন থানা এলাকায় এই ধরনের ঘটনা এলাকার নিরাপত্তাকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে বলে দাবি স্থানীয়দের একাংশের।

Next Article