Suvendu Adhikari: বিবেকানন্দের জন্মভিটে থেকে মাটি সংগ্রহ শুভেন্দুর, পাঠাবেন দিল্লিতে, কেন জানেন?

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Sep 12, 2023 | 6:04 PM

Suvendu Adhikari: ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের পাশে তৈরি হবে 'অমৃত বটিকা'। তার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনীষিদের স্মৃতি বিজড়িত এলাকা থেকে মাটি সংগ্রহ করছে বিজেপি। সেই সূত্র ধরেই এদিন স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের জন্মভিটে থেকে মাটি সংগ্রহ করলেন শুভেন্দু।

Suvendu Adhikari: বিবেকানন্দের জন্মভিটে থেকে মাটি সংগ্রহ শুভেন্দুর, পাঠাবেন দিল্লিতে, কেন জানেন?
শুভেন্দু অধিকারী
Image Credit source: Twitter

Follow Us

কলকাতা: মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মভিটেয় গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার সিমলা স্ট্রিটে বিবেকানন্দের জন্মভিটে থেকে মাটি সংগ্রহ করেছেন তিনি। বিবেকানন্দের জন্মভিটের এই মাটি তিনি পাঠাবেন দিল্লিতে। ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের পাশে তৈরি হবে ‘অমৃত বটিকা’। তার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মনীষীদের স্মৃতি বিজড়িত এলাকা থেকে মাটি সংগ্রহ করছে বিজেপি। সেই সূত্র ধরেই এদিন স্বামী বিবেকানন্দের সিমলা স্ট্রিটের জন্মভিটে থেকে মাটি সংগ্রহ করলেন শুভেন্দু। বিরোধী দলনেতা জানালেন, ‘দলের অনুগত কর্মী আমি। দলের পক্ষ থেকে আমাকে মাটি সংগ্রহ করার দায়িত্ব দেওয়া হয়েছে।’

পরে নিজের এক্স হ্যান্ডেলে বিবেকানন্দের জন্মভিটে থেকে মাটি সংগ্রহের কিছু ছবিও শেয়ার করেছেন বিধানসভার বিরোধী দলনেতা। লিখেছেন, ‘মেরি মাটি মেরা দেশ’ কর্মসূচির জন্য তিনি মাটি সংগ্রহ করেছেন। সঙ্গে তিনি আরও লিখেছেন, দেশজুড়ে মাটি সংগ্রহ করার কাজ চলছে এবং এগুলিকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে ‘অমৃত বটিকা’ তৈরির জন্য। এই ‘অমৃত বটিকা’র আগামী দিনে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর প্রতীক হয়ে উঠবে বলেও নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন শুভেন্দু। এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী আরও লিখেছেন,  দেশের মনীষীদের সম্মান জানানোর জন্য এই উদ্যোগ, দেশের আগামী প্রজন্মকে ভারতের ঐতিহ্যকে সযত্নে রক্ষা করতে সাহায্য করবে।

এদিকে বিধানসভার বিরোধী দলনেতার এদিনের কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। খোঁচা দিয়ে বলেছেন, ‘বিবেকানন্দের বাড়ির মাটি আরএসএস-এর কাজে লাগবে না কখনোই।’

Next Article