Fire: সিটি সেন্টার টু’র পিছনে আগুন, পুড়ে খাক একের পর এক দোকান

Bidhannagar: স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি পাশের আবাসন থেকে পাইপ লাইনের মাধ্যমে দোকানগুলিতে জল দিতে শুরু করেন।

Fire: সিটি সেন্টার টু'র পিছনে আগুন, পুড়ে খাক একের পর এক দোকান
দাউ দাউ করে জ্বলছে দোকানগুলি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 07, 2023 | 1:42 PM

কলকাতা: সিটি সেন্টার ২- (City Centre 2) এর পিছনে ভয়াবহ আগুন (Fire)। দাউ দাউ করে জ্বলতে থাকে একের পর এক অস্থায়ী দোকান। নিউটাউন সিটি সেন্টার টু-এর পিছনে ঝুপড়ি দোকানে আগুন লাগে শুক্রবার দুপুরে। ভস্মীভূত হয়ে যায় একাধিক দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। দমকলের দু’টি ইঞ্জিন ও নিউটাউন কলকাতা ডেভেলপ অথরিটি বা এনকেডিএর (NKDA) একটি জলের ট্যাঙ্কার যায় ঘটনাস্থলে। পুলিশের অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। বিধাননগর পুরনিগমের ১২ নম্বর ওয়ার্ডে নিউটাউন সিটি সেন্টারের পিছনে বেশ কয়েকটি ঝুপড়ি দোকান রয়েছে। সারি বেধে রয়েছে এই দোকানগুলি। শুক্রবার সকাল সাড়ে ১১টা নাগাদ সেখানেই আগুন লাগে। আগুনে ভস্মীভূত হয়ে যায় ৮টি দোকান। তবে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সবরকম চেষ্টা করেন এলাকার লোকজন।

স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি পাশের আবাসন থেকে পাইপ লাইনের মাধ্যমে দোকানগুলিতে জল দিতে শুরু করেন। ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের ইঞ্জিন। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে ইকো পার্ক থানার পুলিশ। প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার ফেটে এই আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। ক্ষতিগ্রস্তদের ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।

বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায় বলেন, “বিধায়ক তহবিল থেকে ক্ষতিগ্রস্তদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে, স্থানীয় কাউন্সিলরও ৫ হাজার টাকা করে দিচ্ছেন। সঙ্গে আর যা যা প্রয়োজন, আমার কাছে যত পরিমাণ আছে, পাঠানোর ব্যবস্থা করছি। ত্রিপল দিচ্ছি, কম্বল পাঠাচ্ছি।” একইসঙ্গে এদিন গার্ডেনরিচ পাহাড়পুর রোডে ঝুপড়িতে আগুন লাগে। পোর্ট থানা এলাকার ওই বস্তিতে আগুন লাগায় পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১২টি ঝুপড়ি ঘর। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন।