আকাশে অদ্ভুত আলোর খেলা।
সামনে থেকে যাঁরা দেখেছেন, তাঁদের বক্তব্য, আলোর তীব্রতা অনেকটাই ছিল। যেভাবে আলোর স্ফূরণ হচ্ছিল, তাতে মনে হচ্ছিল যেন সার্চ লাইট ঘুরছে।
বিষয়টি নিয়ে ধন্দে ছিলেন জ্যোতির্বিজ্ঞানি থেকে বিজ্ঞানমঞ্চের সদস্যরা। তবে অনেকেই বলেছেন, উজ্জ্বল বস্তুটি বৃহস্পতিবার প্রথম দেখা গিয়েছে সাগর দ্বীপ এলাকার পূব আকাশে।
এরপর বাসন্তী থেকে বাঁকুড়া, এমনকী সল্টলেকেও কেউ কেউ এই আলোর ঝলক দেখেছেন। অনেকে প্রথমটা বুঝতেই পারেননি। পরে টেলিভিশনের পর্দা কিংবা সোশ্যাল মিডিয়ায় দেখে নিজের মতো করে ব্যাখ্যা করেছেন।
এরইমধ্যে জানা যায়, পড়শি রাজ্য ওড়িশা থেকে এদিন ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫ উৎক্ষেপণ করা হয়েছে। ওড়িশার চাঁদিপুর থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। আর তার ফলেই রাজ্যজুড়ে সন্ধ্যার পর ওই অদ্ভুত আলোর ঝলক দেখা গিয়েছে বলে মত অনেকের।