Coronavirus Update: তৃতীয় ঢেউয়ের পর এই প্রথম রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার পার, মৃত ৫

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 14, 2022 | 7:09 PM

Covid 19: গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। পজিটিভিটি রেট ১৮.৯৫ শতাংশ। 

Coronavirus Update: তৃতীয় ঢেউয়ের পর এই প্রথম রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার পার, মৃত ৫
দৈনিক সংক্রমণ বাড়ল রাজ্যে।

Follow Us

কলকাতা: করোনার চতুর্থ ঢেউয়ের চোখরাঙানি বাংলায়। লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। একদিনের তুলনায় অন্যদিন বাড়ছে মৃত্যুও। কোভিডের ওমিক্রন ঢেউয়ের পর এই প্রথমবার ৩ হাজার পার করল এ রাজ্যের দৈনিক সংক্রমণ। বৃহস্পতিবার সংক্রমিত হয়েছেন ৩ হাজার ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। পজিটিভিটি রেট ১৮.৯৫ শতাংশ।

এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –

কলকাতা – বৃহস্পতিবার আক্রান্ত ৫৭৪। বুধবার আক্রান্ত ৬৬১।

উত্তর ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ৭৩২। বুধবার আক্রান্ত ৬৫৫।

দক্ষিণ ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ২০৮। বুধবার আক্রান্ত ১৭৬।

হাওড়া – বৃহস্পতিবার আক্রান্ত ৯৮। বুধবার আক্রান্ত ৭৯।

নদিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ৬৮। বুধবার আক্রান্ত ১২৪।

পশ্চিম বর্ধমান – বৃহস্পতিবার আক্রান্ত ১৫২। বুধবার আক্রান্ত ১৩৫।

পশ্চিম মেদিনীপুর- বৃহস্পতিবার আক্রান্ত ৯২। বুধবার আক্রান্ত ১২৭।

দার্জিলিং- বৃহস্পতিবার আক্রান্ত ৯১। বুধবার আক্রান্ত ৮১।

বীরভূম- বৃহস্পতিবার আক্রান্ত ১৬৭। বুধবার আক্রান্ত ১৮১।

পূর্ব বর্ধমান- বৃহস্পতিবার আক্রান্ত ১৫০। বুধবার আক্রান্ত ১২৩।

পূর্ব মেদিনীপুর – বৃহস্পতিবার আক্রান্ত ৩৯। বুধবার আক্রান্ত ১৭।

জলপাইগুড়ি – বৃহস্পতিবার আক্রান্ত ৭১।বুধবার আক্রান্ত ৯৩।

মুর্শিদাবাদ – বৃহস্পতিবার আক্রান্ত ২৪। বুধবার আক্রান্ত ২৭।

মালদহ – বৃহস্পতিবার আক্রান্ত ১৩৮। বুধবার আক্রান্ত ১০৭।

উত্তর দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ৩৮। বুধবার আক্রান্ত ৪৩।

আলিপুরদুয়ার – বৃহস্পতিবার আক্রান্ত ২৩। বুধবার আক্রান্ত ১৮।

বাঁকুড়া – বৃহস্পতিবার আক্রান্ত ৪৯। বুধবার আক্রান্ত ২৬।

দক্ষিণ দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ৫৩। বুধবার আক্রান্ত ৫১।

পুরুলিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ৬০। বুধবার আক্রান্ত ৩৫।

ঝাড়গ্রাম – বুধবার আক্রান্ত ৯। বুধবার আক্রান্ত ১০।

কোচবিহার – বৃহস্পতিবার আক্রান্ত ৪৬। বুধবার আক্রান্ত ৪৬।

কালিম্পং – বৃহস্পতিবার আক্রান্ত ০। বুধবার আক্রান্ত ৩।

হুগলি – বৃহস্পতিবার আক্রান্ত ১৪৭। বুধবার আক্রান্ত ১৬১।

Next Article