কলকাতা: রাজ্যে সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৭ জন। বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৩ হাজার ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। বৃহস্পতিবারও সংখ্যাটা একই ছিল। তবে রোজই বাড়ছে পজিটিভিটি রেট। বৃহস্পতিবার যা ছিল ১৮.৯৫ শতাংশ, শুক্রবার তা বেড়ে ১৯.৫ শতাংশ হয়েছে। চিকিৎসকরা বলছেন, যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে কোভিডের চতুর্থ ঢেউ কার্যত দোরগোড়ায় চলে আসারই ইঙ্গিত পাওয়া গিয়েছে। করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় নবান্ন থেকেও মোকাবিলা-প্রস্তুতি জোরকদমে চলছে।
এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার করোনা পরিস্থিতি –
কলকাতা – শুক্রবার আক্রান্ত ৬৫৩ । বৃহস্পতিবার আক্রান্ত ৫৭৪।
উত্তর ২৪ পরগনা – শুক্রবার আক্রান্ত ৬৯৩ । বৃহস্পতিবার আক্রান্ত ৭৩২।
দক্ষিণ ২৪ পরগনা – শুক্রবার আক্রান্ত ১২৩ । বৃহস্পতিবার আক্রান্ত ২০৮।
হাওড়া – শুক্রবার আক্রান্ত ৮৭ । বৃহস্পতিবার আক্রান্ত ৯৮।
নদিয়া – শুক্রবার আক্রান্ত ১১৯ । বৃহস্পতিবার আক্রান্ত ৬৮।
পশ্চিম বর্ধমান – শুক্রবার আক্রান্ত ১৫৩। বৃহস্পতিবার আক্রান্ত ১৫২।
পশ্চিম মেদিনীপুর- শুক্রবার আক্রান্ত ১০৯। বৃহস্পতিবার আক্রান্ত ৯২।
দার্জিলিং- শুক্রবার আক্রান্ত ৯৭ । বৃহস্পতিবার আক্রান্ত ৯১।
বীরভূম- শুক্রবার আক্রান্ত ২৪৯। বৃহস্পতিবার আক্রান্ত ১৬৭।
পূর্ব বর্ধমান- শুক্রবার আক্রান্ত ১৩৫। বৃহস্পতিবার আক্রান্ত ১৫০।
পূর্ব মেদিনীপুর – শুক্রবার আক্রান্ত ২৮। বৃহস্পতিবার আক্রান্ত ৩৯।
জলপাইগুড়ি – শুক্রবার আক্রান্ত ৫৮ । বৃহস্পতিবার আক্রান্ত ৭১।
মুর্শিদাবাদ – শুক্রবার আক্রান্ত ২৯। বৃহস্পতিবার আক্রান্ত ২৪।
মালদহ – শুক্রবার আক্রান্ত ৯১। বৃহস্পতিবার আক্রান্ত ১৩৮।
উত্তর দিনাজপুর – শুক্রবার আক্রান্ত ৩৬। বৃহস্পতিবার আক্রান্ত ৩৮।
আলিপুরদুয়ার – শুক্রবার আক্রান্ত ২৬। বৃহস্পতিবার আক্রান্ত ২৩।
বাঁকুড়া – শুক্রবার আক্রান্ত ২৯ । বৃহস্পতিবার আক্রান্ত ৪৯।
দক্ষিণ দিনাজপুর – শুক্রবার আক্রান্ত ৭০ । বৃহস্পতিবার আক্রান্ত ৫৩।
পুরুলিয়া – শুক্রবার আক্রান্ত ৮৭। বৃহস্পতিবার আক্রান্ত ৬০।
ঝাড়গ্রাম – শুক্রবার আক্রান্ত ১৭। বৃহস্পতিবার আক্রান্ত ৯।
কোচবিহার – শুক্রবার আক্রান্ত ৩১ । বৃহস্পতিবার আক্রান্ত ৪৬।
কালিম্পং – শুক্রবার আক্রান্ত ৯। বৃহস্পতিবার আক্রান্ত ০।
হুগলি – শুক্রবার আক্রান্ত ১৩৮। বৃহস্পতিবার আক্রান্ত ১৪৭।