West Bengal News Today Live: পরিযায়ী শ্রমিকদের ফেরাতে পৌঁছে গিয়েছিলেন, সেই সাংসদ সামিরুলকেই SIR নোটিস

নন্দীগ্রাম আজ থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় ২।  এদিকে, IPAC মামলায় যাতে অতি দ্রুত রাজীব কুমারকে সাসপেন্ড করা হয়, সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। পাশাপাশি  এদিনই আবারও IPAC মামলার শুনানি।  রাজ্যের কোথায় কী হচ্ছে, দেখুন একনজরে।

West Bengal News Today Live: পরিযায়ী শ্রমিকদের ফেরাতে পৌঁছে গিয়েছিলেন, সেই সাংসদ সামিরুলকেই SIR নোটিস

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 15, 2026 | 2:20 PM

LIVE NEWS & UPDATES

  • 15 Jan 2026 02:12 PM (IST)

    নোটিস পেলেন সামিরুল ইসলাম

    • এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে। যখন বাংলাদেশি বলে পরিযায়ী শ্রমিকদের পুশব্যাক করা হচ্ছিল, তখন তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন সামিরুল ইসলাম।
    • এর আগে তৃণমূল সাংসদ দেব-কেও নোটিস দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই শুনানিতে গিয়ে প্রয়োজনীয় নথি দিয়ে এসেছেন ঘাটালের সাংসদ।
  • 15 Jan 2026 11:57 AM (IST)

    ইরান আপডেট

    • ইরানের পরিস্থিতি আরও জটিল। যে কোনও মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে ইরান-আমেরিকার মধ্যে। এমনটাই আশঙ্কা।
    •  ইরানে হাই অ্যালার্ট জারি করেছে সেনা। কাতারের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান।
    • ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন যে ইরানে (Iran) সরকার বিরোধী আন্দোলনকারীদের হত্যা করা বন্ধ হয়েছে।
    • আমেরিকার সঙ্গে ইরানের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।
    • ইরানে বন্ধ করা হয়েছে আকাশপথও। ইরানের এয়ারস্পেস বন্ধ হওয়ায়, বহু বিমান চলাচলই বন্ধ হয়ে গেল। সূত্রের খবর, বিমানে হামলার আশঙ্কায় আকাশপথ বন্ধ করা হয়েছে। শুধুমাত্র জরুরি আন্তর্জাতিক বিমানকে অনুমতিসাপেক্ষে ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে।
    •  ইরানের দিকে তাক করা তিনটি মার্কিন রণতরী ও একটি সাবমেরিন, যাদের মিসাইল ছুঁড়ে হামলার ক্ষমতা রয়েছে। ইরানকে ধীরে ধীরে ঘিরছে আমরিকা।  একে একে ভয়ানক সব রণতরী নিয়ে যাওয়া হচ্ছে মধ্য প্রাচ্যে। সবকটি রণতরী থেকেই বিমান হামলা চালানো যাবে।
    • সূত্রের খবর, মার্কিন এয়ারক্রাফট কেরিয়ার আব্রাহাম লিঙ্কন-কেও ইরানের কাছাকাছি আনা হচ্ছে। চিন থেকে মার্কিন রণতরী সরিয়ে ইরানের দিকে আনা হচ্ছে।
  • 15 Jan 2026 11:20 AM (IST)

    পুলিশে বড় রদবদল

    • জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ মেনে পুলিশ আধিকারিকদের বদলির সিদ্ধান্ত নবান্নের। তিন বছর বা তার অধিক সময় ধরে পদে রয়েছেন।
    • সেই সমস্ত পুলিশ আধিকারিকদের সরাতে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য।
    • এই নির্দেশিকা তাঁদের জন্য, যাঁরা হোম ডিস্ট্রিক্ট বা একই পদে রয়েছেন, তাঁদের জন্য প্রযোজ্য হবে।
    • ইতিমধ্যে এই নির্দেশিকা সমস্ত উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের দিয়ে দেওয়া হল।  নির্বাচন কমিশনের ২০২৩ সালের ২১ ডিসেম্বর এবং ২০০৮ সালের ২৩ ডিসেম্বরের নির্দেশিকা অনুসারে, নির্দিষ্ট মানদণ্ডে পড়া সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের বদলি করতে হবে।
  • 15 Jan 2026 11:17 AM (IST)

    সিবিআই তল্লাশি

    •  বাংলায় আবারও কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা। ইডির পর এবার শহরে সিবিআই তল্লাশি। গত বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার ও তার অফিসে তল্লাশি চালিয়েছিল ইডি।
    • আর এক সপ্তাহ পর এবার তল্লাশিতে নামল সিবিআই। ব্যাঙ্ক জালিয়াতি মামলায় কলকাতায় তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির।
    • এ দিন কলকাতা-নিউটাউন সহ পাঁচটি জায়গায় তল্লাশি চালায় ইডি আধিকারিকরা।
    • আলিপুর নিউ রোডে অতিরিক্ত ফোর্স নিয়ে তল্লাশি শুরু করেন তাঁরা।
    • প্রাথমিকভাবে জানা গিয়েছে, আলিপুর নিউ রোডে নিশা কেজরিওয়াল এর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
  • 15 Jan 2026 11:17 AM (IST)

    ‘রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক’

    • ডিজি রাজীব কুমারের সাসপেনশন চেয়ে আর্জি ইডির (ED)। বৃহস্পতিবার আইপ্যাক তল্লাশি মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।
    • তার আগেই কেন্দ্রীয় এজেন্সির তরফে সুপ্রিম কোর্টে নতুন করে আরও একটি আবেদন করা হয়েছে, সেখানে বলা হয়েছে ডিজিপি রাজীব কুমারকে অবিলম্বে সাসপেন্ড করা হোক।
    • শুধু ডিজিপি একা নন, আরও যে যে আধিকারিকরা আইপ্যাক তল্লাশির সময় উপস্থিত ছিলেন তাঁদের সাসপেন্ড করা হোক।

রাজ্যে এখন নতুন উদ্বেগের নাম নিপা। নিপা আক্রান্ত দুই নার্স এখন ভর্তি বারাসতের বেসরকারি হাসপাতালে। তার মধ্যে মহিলা নার্সের অবস্থা বেশ সঙ্কটজনক। তিনি কোমায় চলে গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। এদিকে, আরও ২ জন নিপা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নন্দীগ্রাম আজ থেকে শুরু হচ্ছে সেবাশ্রয় ২।  এদিকে, IPAC মামলায় যাতে অতি দ্রুত রাজীব কুমারকে সাসপেন্ড করা হয়, সেই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে ইডি। পাশাপাশি  এদিনই আবারও IPAC মামলার শুনানি।  রাজ্যের কোথায় কী হচ্ছে, দেখুন একনজরে।