West Bengal Panchayat Election 2023: ভোট লুঠে বহিরাগত নিয়ে এসেছিলেন তৃণমূল প্রার্থী, লাঠি-ঝাঁটা দিয়ে মেরে তাড়ালেন গ্রামের মহিলারা

Ranjit Dhar | Edited By: সঞ্জয় পাইকার

Jul 09, 2023 | 7:08 PM

West Bengal Panchayat Election 2023: ঘটনাস্থল রাজারহাট বিষ্ণপুর ১। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজারহাট ব্লক সভাপতির ভাইপো রক্তিম করকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে।

West Bengal Panchayat Election 2023: ভোট লুঠে বহিরাগত নিয়ে এসেছিলেন তৃণমূল প্রার্থী, লাঠি-ঝাঁটা দিয়ে মেরে তাড়ালেন গ্রামের মহিলারা
রাজারহাটে উত্তেজনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

রাজারহাট: ছাপ্পা দিতে যাওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থীর (TMC) বিরুদ্ধে। সঙ্গে ছিল দলবল। কিন্তু প্রতিরোধ গড়ে তুললেন গ্রামের মহিলারই। বাঁশ, লাঠি হাতে এগিয়ে গেলেন সকলে। ছুড়ে মারলেন ইট-পাটকেল। এক কথায় হাতের সামনে যা ছিল তাই দিয়ে দুষ্কৃতীদের দিকে নিক্ষেপ করেন তাঁরা। শেষে উপায় না দেখে পালিয়ে যায় দলবল। শুধু একা পড়ে যান ওই তৃণমূল প্রার্থী। হাতের কাছে তাঁকে পেয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পরে পুলিশের সহায়তায় রেহাই পান তিনি।

ঘটনাস্থল রাজারহাট বিষ্ণপুর ১। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা রাজারহাট ব্লক সভাপতির ভাইপো রক্তিম করকে ব্যাপক মারধরের অভিযোগ উঠল গ্রামবাসীদের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, শনিবার ভোটগ্রহণ পর্ব যখন চলছিল, আচমকাই সেখানে ভোট লুঠের চেষ্টা করেন রক্তিম। ছাপ্পা দিতে নিয়ে আসেন বহিরাগতদের। তখনই প্রতিরোধ গড়ে তোলেন গ্রামের মহিলারা।

হাতে বাঁশ, ঝাঁটা নিয়ে প্রস্তুত থাকেন তাঁরা। আর মহিলাদের একজোট হতে দেখেই পালিয়ে যায় আগত বহিরাগতরা। তবে একা পড়ে যান রক্তিম। তাঁকে হাতের সামনে পেয়েই চেয়ার-বাঁশ-ঝাঁটা দিয়ে মারধর করেন গ্রাম্য মহিলারা। শুধু তাই নয়, রাজারহাট পুলিশ আসার পরও তাদের সামনেই লাগাতার মারধর করেন তাঁরা।

 

Next Article