Agnimitra Paul: গ্রেফতারির আশঙ্কায় আদালতে অগ্নিমিত্রা, ‘হেফাজতে নেব না’, বলে দিল রাজ্য

Agnimitra Paul: আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রার করা একটি মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Agnimitra Paul: গ্রেফতারির আশঙ্কায় আদালতে অগ্নিমিত্রা, 'হেফাজতে নেব না', বলে দিল রাজ্য
Follow Us:
| Edited By: | Updated on: Apr 13, 2023 | 3:57 PM

কলকাতা: বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে হেফাজতে নেওয়ার কোনও প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টে এমনটাই জানানো হল রাজ্যের তরফে। গ্রেফতারির আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অগ্নিমিত্রা। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ছিল সেই মামলার শুনানি। বিধায়কের বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছিল, সেই কেস ডায়েরি এদিন তলব করেছে হাইকোর্ট। আগামী ২৪ এপ্রিল কেস ডায়েরি জমা দিতে হবে আদালতে। তদন্তের বিস্তারিত তথ্য়ও পেশ করতে হবে। রাজ্য জানায়, এই মুহূর্তে কোনও ভাবে হেফাজতে নেওয়ার দরকার মনে করছে না পুলিশ।

অগ্নিমিত্রার বিরুদ্ধে অভিযোগ, গত ৭ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় ডেপুটেশন দিতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন একাধিক বিজেপি সমর্থক। রাজ্য সরকার, শাসক দল তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে নেত্রী ও দলীয় সমর্থকদের বিরুদ্ধে। এমনকী আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়কে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল। সেই সময় আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রার করা একটি মন্তব্য নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এফআইআর দায়ের হয় বিজেপি বিধায়কের বিরুদ্ধে।

সেই এফআইআরের ভিত্তিতেই গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেত্রী। এদিন হাইকোর্টে তাঁর আইনজীবী বলেন, নেত্রীর মন্তব্যে কোথায় সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে সেটা কোর্ট দেখুক। এই প্রসঙ্গে রাজ্যের বক্তব্য, সম্প্রীতি রক্ষার জন্য পুলিশ যা করার করছে। পুলিশ রিপোর্ট দিতে সময় চায়। তাই ২৪ এপ্রিল পর্যন্ত রিপোর্ট দেওয়ার সময় দেওয়া হয়েছে পুলিশকে।