Bengal Police Viral Video: ‘অ্যানিম্যাল’ হতে বারণ করল পশ্চিমবঙ্গ পুলিশ, কেন এমন সতর্কবার্তা?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Dec 15, 2023 | 11:04 AM

West Bengal Police: রাস্তাঘাটে রেষারেষি, অসতর্কতা, দ্রুত গতির কারণে দুর্ঘটনার খবর আকছাড় এসে থাকে। দুর্ঘটনা যাতে কমে, তার জন্যও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি লাগাতার চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ। রাত-বিরেতে টহলদারি অভিযানও চলছে। এত কিছুর পরও এক শ্রেণির মানুষ এখনও রাস্তাঘাটে গাড়ি চালানো নিয়ে সচেতন নয়।

Bengal Police Viral Video: অ্যানিম্যাল হতে বারণ করল পশ্চিমবঙ্গ পুলিশ, কেন এমন সতর্কবার্তা?
'অ্যানিম্যাল'। (ধূমপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকারক)
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: ‘অ্যানিম্যাল’ ঝড়ে কাবু নেট দুনিয়া। ‘আলফা মেল’ চরিত্রকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আম আদমিকে। সিনেমাটি কতটা ভাল, কতটা খারাপ, তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে নেটপাড়ায়। সমালোচনাও চলছে। একইসঙ্গে নেটাগরিকরা গা ভাসিয়েছে ‘অ্যানিম্যাল’-এর ট্রেন্ডে। সেই ট্রেন্ড ফলো করে এবার সাধারণ মানুষকেও সতর্ক করল পশ্চিমবঙ্গ পুলিশ। মানুষ হয়েও রাস্তায় ‘অ্যানিম্যালের’ মতো গাড়ি চালালে কী অবস্থা হয়? তা পুলিশও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রাজ্যবাসীকে।

রাস্তাঘাটে রেষারেষি, অসতর্কতা, দ্রুত গতির কারণে দুর্ঘটনার খবর আকছাড় এসে থাকে। দুর্ঘটনা যাতে কমে, তার জন্যও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি লাগাতার চালিয়ে যাচ্ছে রাজ্য পুলিশ। রাত-বিরেতে টহলদারি অভিযানও চলছে। এত কিছুর পরও এক শ্রেণির মানুষ এখনও রাস্তাঘাটে গাড়ি চালানো নিয়ে সচেতন নয়। তাই এবার অ্যনিম্যালের ‘জামাল কুডু’ গান ব্যবহার করে একটি ভিডিয়ো শেয়ার করল পুলিশ। রাজ্য পুলিশের তরফে ফেসবুক হ্যান্ডেলে শেয়ার করা ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তার ঢাল বরাবর নিজে থেকেই এগিয়ে যাচ্ছে গাড়ি।

ইঞ্জিন স্টার্ট করা। অথচ, গাড়ির চালকের আসনে কেউ নেই। ফাঁকা। রাস্তার এক পাশ থেকে এগোতে এগোতে, মাঝরাস্তা পার করে উল্টো দিকের লেনে চলে গিয়েছে সেই গাড়ি। উল্টোদিক থেকে একটি ছোট পণ্যবাহী গাড়িও আসছিল। চালকহীন গাড়ির সঙ্গে একটুর জন্য ধাক্কা লাগতে লাগতে বেঁচেছে সেই গাড়ি। এরপর দেখা গেল, রাস্তার অন্য প্রান্ত থেকে ছুটে এসে একা একা চলতে থাকা গাড়ির সামনের গেট খুলে চালকের আসনে গিয়ে বসেন এক ব্যক্তি।

পশ্চিমবঙ্গ পুলিশ সেই ভিডিয়ো শেয়ার করে লিখেছে, “মানুষ হয়ে রাস্তায় অ্যানিম্যাল-এর মতো গাড়ি চালালে তো এমনই হবে! রাস্তায় সবসময় সতর্ক ও সজাগ থাকুন, কারণ দুর্ঘটনা কখনোই কাম্য নয়।” রাজ্য পুলিশের শেয়ার করা ওই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ৫৬ হাজারেরও বেশি মানুষ ইতিমধ্যেই দেখে ফেলেছেন সেই ভিডিয়ো।

Next Article