Bikash Bhawan: ‘মনে হল যেন মারা যাচ্ছি’, বিকাশ ভবনের একাংশ ভেঙে দুর্ঘটনা, আতঙ্ক কাটছে না আহতের
Saltlake: এখানে রয়েছে অগ্নিনির্বাপণ বিভাগের পাশাপাশি সিভিল ডিফেন্স, পিএইচই ডিরেক্টরের দফতর, মাদ্রাসা ডিরেক্টরের দফতর। বহু মানুষ নিয়মিত এখানে আসেন।
কলকাতা: ভেঙে পড়ল বিকাশ ভবনের (Bikash Bhawan) একাংশ। বিকাশ ভবনের সাউথ ব্লকের পাঁচ তলার ছাদের একাংশ ভেঙে পড়ে সোমবার দুপুরে। উত্তেজনা ছড়ায় বিকাশ ভবন চত্বরে। একজন আহতও হন। দমকলের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিকাশ ভবনের সাউথ ব্লকে রয়েছে ফায়ার স্টেশন। সেখানেই পাঁচতলার চাঙর ভেঙে পড়ে। নীচে রাখা ছিল দফতরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মনোজকুমার আগরওয়ালের গাড়ি। সেই গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদিন দুপুর ৩টে নাগাদ ঘটনাটি ঘটে। এই বিকাশ ভবনের সাউথ ব্লকে একাধিক গুরুত্বপূর্ণ দফতর রয়েছে।
এখানে রয়েছে অগ্নিনির্বাপণ বিভাগের পাশাপাশি সিভিল ডিফেন্স, পিএইচই ডিরেক্টরের দফতর, মাদ্রাসা ডিরেক্টরের দফতর। বহু মানুষ নিয়মিত এখানে আসেন। এদিনও এসেছিলেন। অভিজিৎ ঘোষ দস্তিদার নামে একজন গুরুতর আহতও হন। মাথায় আঘাত লাগে। রক্তপাতও হয়। একেবারে ঘাবড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে।
ছেলের সঙ্গে একটি কাজে সোনারপুর থেকে বিকাশ ভবনে এসেছিলেন অভিজিৎবাবু। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তিনি বলেন, “হুড়মুড়িয়ে আমার মাথার উপর কী যে ভেঙে পড়ল বুঝিনি। শুধু মনে হল আমি বোধহয় আর নেই। মারা যাচ্ছি। তারপর কয়েকজন ধরাধরি করে আমাকে ভিতরে নিয়ে গিয়ে জল দেয়। মাথায় আইস কিউব দেয়। ওখানেই প্রাথমিক চিকিৎসার পর এখন হাসপাতালে নিয়ে যাচ্ছে।”