Madhyamik Exam 2025: চলছে মাধ্যমিক, মোবাইল থাকলেই সোজা পরীক্ষা বাতিল

সুমন মহাপাত্র | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 10, 2025 | 11:26 AM

Madhyamik Exam 2025: পরীক্ষার প্রথম দিনে সকাল সাড়ে ৯টায় প্রবেশ করানো হবে। পরের দিন থেকে সকাল ১০টায় প্রবেশ করানো হবে। পরীক্ষা হলে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

Madhyamik Exam 2025: চলছে মাধ্যমিক, মোবাইল থাকলেই সোজা পরীক্ষা বাতিল
ফাইল চিত্র।
Image Credit source: X

Follow Us

কলকাতা: জীবনের প্রথম বড় পরীক্ষা, আজ থেকে শুরু মাধ্যমিক। প্রতি বছরের মতো এবারও মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে চলবে কড়া নজরদারি। পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ বাসেরও ব্যবস্থা করা হয়েছে।

আজ, ১০ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। আগামী ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ। এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ পুরুষ ও ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ মহিলা পরীক্ষার্থী রয়েছে। মোট ২৬৮৩ কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষার প্রথম দিনে সকাল সাড়ে ৯টায় প্রবেশ করানো হবে। পরের দিন থেকে সকাল ১০টায় প্রবেশ করানো হবে। পরীক্ষা হলে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পর্ষদের তরফে সাফ নির্দেশ,  কোনও স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে বসলেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল  করে দেওয়া হবে। টোকাটুকি রুখতে টয়লেটে বিশেষ নজর রাখা হবে, কারণ সেখানে অনেকে স্মার্ট গ্যাজেট লুকিয়ে রাখে।

এদিকে, মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারের তরফে বিশেষ বাস পরিষেবাও চালু করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার প্রতিদিন অর্থাৎ ১০, ১১, ১৫, ১৭, ১৮, ১৯, ২০ ও ২২ ফেব্রুয়ারি স্পেশাল বাসের ব্যবস্থা করা হয়েছে। বাসগুলিতে পরীক্ষা স্পেশাল বোর্ড লাগানো থাকবে। তবে বাকি যাত্রীরাও উঠতে পারবেন এই বাসে। সকাল ৮ টা ৪৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে, দুপুরেও পরীক্ষা শেষের পর, ২টো ১৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে। বিভিন্ন রুট, যেমন দক্ষিণেশ্বর, এসপ্ল্যানেড, কুঁদঘাট, বেহালা, হাওড়া, গড়িয়া সহ একাধিক বাস চলবে।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। পরীক্ষার্থীরা যে কোনও সমস্যায় পড়লেই এই নম্বরে ফোন করতে পারেন। ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা থাকবে।

এই হেল্পলাইন নম্বরগুলি হল- ০৩৩-২৩২১৩৮১৩, ০৩৩-২৫৩৯২২৭৭। কলকাতা পুলিশেরও হেল্পলাইন নম্বর রয়েছে। এটি হল  ৯৪৩২৬১০০৩৯