Suvendu Adhikari: ‘অর্পিতা ভাল ওড়িয়া বলতে পারে…’, এখন অর্পিতাকে ঝেড়ে ফেলা যাবে না, কটাক্ষ শুভেন্দুর
Suvendu Adhikari: একইসঙ্গে এদিন শুভেন্দু এসএসকেএম প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করেন।
কলকাতা: ‘বঙ্গ’ সম্মানের মঞ্চ থেকে সোমবার বিজেপিকে আক্রমণ করতে শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি স্পষ্ট বলেন, দোষী শাস্তি পাবেই। তবে কোনওভাবেই যেন তাঁর দিকে কালি ছোঁড়ার চেষ্টা না করা হয়। একইসঙ্গে তিনি বলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। তাই অযথা এ নিয়ে মিথ্যা খবর যেন চাউর না করা হয়। মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ‘কাউন্টার’ করে এদিন একের পর এক বিস্ফোরক দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু মন্তব্য, “উনি বরং একটা মিথ্যাশ্রী চালু করুন। আমরা সমর্থন করব। উনিই প্রথম প্রাপক হবেন এই পুরস্কারের।”
সোমবার বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান ছিল নজরুল মঞ্চে। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, “যদি কেউ চোর হয়, ডাকাত হয়, তৃণমূল কংগ্রেস রেয়াত করে না। আমি নিজেদের ছেলেদের গ্রেফতার করিয়েছি। অন্যায় করলে আমি নিজের বিধায়ক, সাংসদ, মন্ত্রীদেরও রেয়াত করি না।” এদিন শুভেন্দু বলেন, “সকলেই জানেন উনি নিজের ইমেজ রক্ষা করার জন্য অনেক কিছু বলেন। তবে পার্থ চট্টোপাধ্যায়ের দায়ভার তো ওনাকে নিতেই হবে।”
এদিন মমতা নজরুল মঞ্চ থেকে স্পষ্ট জানান, অর্পিতার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। কিন্তু শুভেন্দু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োর প্রসঙ্গ তুলে বলেন, ” অর্পিতাকে তৃণমূলের কেউ বলব না, অথচ ‘অর্পিতাকে অনেকদিন ধরে চিনি’, ‘ওড়িয়া ভাল বলতে পারে’, অর্পিতা বেহালায় জোড়া ফুল নিয়ে প্রচার করবে, তারপর বলব চিনি না, এসব শুনবে না কেউ।”
বিরোধী দলনেতার সংযোজন, “আপনি (মুখ্যমন্ত্রী) যেভাবে বাংলা অকাদেমির পুরস্কার নিজেই দিয়েছেন, নিজেই নিয়েছেন। আপনি একটা মিথ্যাশ্রী ঘোষণা করুন। প্রথম আপনিই পাবেন। দরকার হলে বিধানসভায় সর্বদলীয় প্রস্তাব আনুন। আমরা বিজেপি সমর্থন করব।” একইসঙ্গে এদিন শুভেন্দু এসএসকেএম প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করেন। এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ভুবনেশ্বরে নিয়ে যেতে হল কেন? বাংলায় কি হাসপাতাল নেই? এসএসকেএম বা পিজি ভারতের মধ্যে এক নম্বর হাসপাতাল।” শুভেন্দু এ প্রসঙ্গে বলেন, “গত কয়েক বছরে উডবার্ন ব্লকের যে অপব্য়বহার করা হয়েছে তা সকলেই জানেন। এসএসকেএমের গরিমা তো উনি এবং ওনার লোকেরাই নষ্ট করেছে।”