Suvendu Adhikari Letter to PM: ‘কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালাচ্ছেন জেলাশাসক’, প্রধানমন্ত্রীর কাছে গুরুতর নালিশ শুভেন্দুর

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Apr 22, 2022 | 2:30 AM

Suvendu Adhikari: চিঠিতে শুভেন্দু উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনার নাম করে অভিযোগ তুলেছেন।

Suvendu Adhikari Letter to PM: কেন্দ্রের প্রকল্প রাজ্যের নামে চালাচ্ছেন জেলাশাসক, প্রধানমন্ত্রীর কাছে গুরুতর নালিশ শুভেন্দুর
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।

Follow Us

কলকাতা: গুরুতর অভিযোগ শুভেন্দু অধিকারীর। রাজ্যের শাসক দলের কর্মসূচি রূপায়ণ করার দায়িত্ব নিয়েছেন জেলাশাসক। নির্দেশ দিচ্ছেন বিজ্ঞপ্তি জারি করে। সেই বিজ্ঞপ্তির বিষয়বস্তু নিয়ে চিঠি লিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ দাবি করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও অভিযোগ, রাজ্য কেন্দ্রের প্রকল্পের নাম বদলাচ্ছে। সেগুলো সরকারিভাবে রূপায়ণ করা হচ্ছে। আর কেন্দ্রীয় ক্যাডার হয়ে রাজ্যে ডেপুটেশনে থাকা আমলা রাজ্য সরকারের উদ্দেশ্য চরিতার্থ করতে নির্দেশ জারি করছেন। চিঠিতে শুভেন্দু উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দকুমার মীনার নাম করে অভিযোগ তুলেছেন।

অরবিন্দ কুমারের ২০ এপ্রিলের সেই নির্দেশিকা নিজের চিঠিতে জুড়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শুভেন্দু অধিকারীর অভিযোগ, জেলাশাসকের নির্দেশিকায় এমন প্রকল্পের কথা বলা হয়েছে যা ইতিমধ্যেই কেন্দ্রের রয়েছে। সেখানে বাংলা আবাস যোজনার কথা বলা হয়েছে। আসলে সেটি প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন মাত্র। মিশন নির্মল বাংলা আসলে স্বচ্ছ ভারতেরই রূপ। প্রধানমন্ত্রী সড়ক যোজনা বাংলা গ্রামীণ সড়ক যোজনা করে দেওয়া হয়েছে।

চিঠিতে শুভেন্দুর অভিযোগ, জেলাশাসকের নির্দেশিকায় যে ত্রুটি তা কোনও ভুল নয়, ইচ্ছে করে করা হয়েছে। এর পরই চিঠিতে শুভেন্দু অভিযোগের সুর চড়িয়ে লিখেছেন, উত্তর দিনাজপুরের জেলাশাসকের ভূমিকা দেখে মনে হচ্ছে রাজ্যের শাসকদলের কর্মসূচি বাস্তবায়িত করার ভার জেলাশাসকের উপরই পড়েছে।

Next Article