AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tab Scam: নজিরবিহীন দৃশ্য! ছাত্রদের সামনে অপরাধের কাঠগড়ায় তাদের গুরুরা, ‘বলির পাঁঠা’ প্রধান শিক্ষকরা?

Tab Scam: প্রধান শিক্ষকদের দাবি, তাঁদের বলির পাঁঠা করা হচ্ছে। কয়েকদিন আগেই ঘটনার প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ির শিক্ষা ভবনে ডিআই-কে ঘেরাও করে বিক্ষোভ দেখান প্রধান শিক্ষকদের সংঠনের সদস্যরা। স্মারকলিপিও দেওয়া হয় সংগঠনের তরফে।

Tab Scam: নজিরবিহীন দৃশ্য! ছাত্রদের সামনে অপরাধের কাঠগড়ায় তাদের গুরুরা, 'বলির পাঁঠা' প্রধান শিক্ষকরা?
Image Credit: Meta AI
| Updated on: Nov 18, 2024 | 9:13 PM
Share

টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে আগেই। জেলে গিয়েছেন মন্ত্রী থেকে শিক্ষাকর্তারা। তাই বলে দুর্নীতির শিকার খোদ সন্তানতুল্য স্কুল পড়ুয়ারা! আর কাঠগড়ায় পিতৃতুল্য প্রধান শিক্ষক! বাংলায় আবারও এক নজিরবিহীন অভিযোগ। শিক্ষার্থীদের প্রাপ্য টাকা উধাও হয়ে যাচ্ছে কোনও অদৃশ্য শক্তিবলে! ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত, চলছে ধরপাকড়ও। অভিযোগ উঠেছে শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শিক্ষা দফতরের আধিকারিকদের বিরুদ্ধেও। কেলেঙ্কারির শিকড় যে অনেক গভীরে, তা বোঝাই যাচ্ছে। এরই মধ্যে নাম জড়িয়েছে প্রধান শিক্ষকদের! ‘হেড স্যর’ বা ‘হেড মিস্ট্রেস’-এর নাম শুনলেই শ্রদ্ধায় মাথানত হয়ে আসে পড়ুয়াদের। একটি স্কুলের সর্বোচ্চ সম্মানীয় পদ এটি। সেই শিক্ষকদের নাম যদি এফআইআর-এ ওঠে, তাহলে কতটা বিশ্বাস রাখবেন অভিভাবকরা? পড়ুয়ারাই বা কতটা শ্রদ্ধা দেখাতে পারবেন? তথ্য...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন