TMC: বিপথগামী নেতাদের আটকাতে ক্লাস নিতে হবে সিনিয়রদেরই: শোভনদেব

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Sep 26, 2023 | 5:40 PM

TMC: সংখ্যায় কম হলেও, শাসক দলের একাংশের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসায় কিছুটা বিরক্ত পরিষদীয় মন্ত্রী। বলছেন, 'এটাকে আমি দুঃস্বপ্ন বলে মনে করি। আমরা একটা আদর্শ নিয়ে দল করি।'

TMC: বিপথগামী নেতাদের আটকাতে ক্লাস নিতে হবে সিনিয়রদেরই: শোভনদেব
শোভনদেব চট্টোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: শাসক দলের কর্মীদের কোন পথে চলা উচিত, তা নিয়ে এবার বিশেষ ক্লাস নেওয়ার পক্ষে তৃণমূলের বর্ষীয়ান বিধায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সম্প্রতি তৃণমূলের নীচুতলার একাধিক নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও আর্থিক ক্ষেত্রেও অভিযোগ উঠে এসেছে। এমন অবস্থা দলের নীচু তলার কর্মীদের সঠিক পথ থেকে বিদ্যুতি রুখতে ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন শোভনদেব।

সংখ্যায় কম হলেও, শাসক দলের একাংশের বিরুদ্ধে এমন অভিযোগ উঠে আসায় কিছুটা বিরক্ত পরিষদীয় মন্ত্রী। বলছেন, ‘এটাকে আমি দুঃস্বপ্ন বলে মনে করি। আমরা একটা আদর্শ নিয়ে দল করি। সেই জায়গায় এই বিচ্যূতিগুলি আমাদেরই আটকাতে হবে। যাঁরা বিপথগামী হচ্ছেন, দলের সিনিয়র নেতাদেরই তাঁদের আটকাতে হবে। জেলায় জেলায় মিটিং করে, ওরিয়েন্টেশন করে, তাঁদের বোঝাতে হবে। আমি খড়দায় প্রতিনিয়ত এই কাজ করে যাই।’

বর্ষীয়ান তৃণমূল বিধায়কের কথায়, ‘মানুষের মধ্যে দুটি প্রবৃত্তি থাকে – দেবত্ব ও পশুত্ব। এই দুইয়ের মধ্যে অবিরাম লড়াই চলতে থাকে। যখন পশুত্ব জেতে, তখন মানুষ অন্যায়ের পথে পা দেয়। আর যখন দেবত্ব জেতে, তখন মানুষ শুভবুদ্ধিসম্পন্ন হয়।’

বিধায়কের বক্তব্য, সমাজে ভাল-খারাপ উভয়ই আছে। সেই সমাজ থেকেই মানুষ রাজনীতিতে আসে। যাঁরা রাজনীতিতে আসেন, তাঁরা সমাজের বাইরের কেউ নন। এমন অবস্থায় তাই সঠিক পথ বা দিশা থেকে দলীয় কর্মীদের বিচ্যূতি ঠেকাতে দলকে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে কর্মীদের ওরিয়েন্টেশন করার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন শোভনদেব চট্টোপাধ্যায়।

Next Article