West Bengal Weather Today: ক্রিসমাসের রাতেও সোয়েটার লাগবে না? কী হল শীতের, হাওয়া অফিস দিল বড় আপডেট

Kolkata & West Bengal Weather on 19th December 2025: আজ শীতের আমেজ কমল বেশ কিছুটা। উইকেন্ডে সামান্য উষ্ণতা বাড়তে পারে। আগামী পাঁচদিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ কলকাতার তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস বলছে, সকাল-সন্ধেয় শীতের আমেজ সামান্য কমবে। দিনভর শীতের যে অনুভূতি ছিল, তাও কার্যত উধাও।

West Bengal Weather Today: ক্রিসমাসের রাতেও সোয়েটার লাগবে না? কী হল শীতের, হাওয়া অফিস দিল বড় আপডেট
শীত কবে পড়বে?Image Credit source: PTI

|

Dec 19, 2025 | 12:43 PM

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট

কলকাতা: ডিসেম্বরের শেষের দিকে এগোচ্ছে, এদিকে উধাও শীত। অন্তত প্রতি বছর ডিসেম্বরের শেষভাগে যতটা ঠান্ডা থাকে, এবার তার নামগন্ধ নেই। আবহাওয়া অফিস বলছে, জাঁকিয়ে শীতের আশা নেই বড়দিনে। পর পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পৌষের শুরুতে শীতে কোপ পড়েছে। এখন ১৬-১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকছে কলকাতা ও আশেপাশের অংশে। পশ্চিমাঞ্চলের তাপমাত্রা থাকবে ১৩-১৪ ডিগ্রির ঘরে।  আপাতত হালকা শীতেই বছরের শেষ কয়েকটা দিন কাটবে বাংলার।

সিস্টেম-

উত্তর-পশ্চিম ভারতে এখন রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম ইরান সংলগ্ন এলাকায়।

কলকাতার আবহাওয়া-

আজ শীতের আমেজ কমল বেশ কিছুটা। উইকেন্ডে সামান্য উষ্ণতা বাড়তে পারে। আগামী পাঁচদিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আজ কলকাতার তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিস বলছে, সকাল-সন্ধেয় শীতের আমেজ সামান্য কমবে। দিনভর শীতের যে অনুভূতি ছিল, তাও কার্যত উধাও। সকালে হালকা কুয়াশা থাকবে। ঘন কুয়াশার কোনও সতর্কবার্তা নেই রাজ্যে। আকাশ পরিষ্কারই থাকবে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.০ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯২ শতাংশ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া-

চলতি সপ্তাহে আরও সামান্য বাড়বে তাপমাত্রা। কলকাতায় দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক আর রাতের অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

শীতের আমেজ ধীরে ধীরে কমেছে। তাপমাত্রার সামান্য তারতম্য হবে। তবে বড়সড় পরিবর্তন নেই। স্বাভাবিকের কাছাকাছি কিংবা সামান্য উপরে বা নীচে থাকবে রাত ও দিনের তাপমাত্রা। আগামী সাতদিন এমনই থাকবে তাপমাত্রা। বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। পরে পরিষ্কার হয়ে যাবে আকাশ। কুয়াশার কোনও সতর্কবার্তা আপাতত নেই। শুষ্ক আবহাওয়া থাকবে; বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া-

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও সকালে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। পরে পরিষ্কার হবে আকাশ। উত্তরবঙ্গেও এখন শুষ্ক আবহাওয়া থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে। মালদা ও সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে তাপমাত্রা।

তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তন নেই। সকালে ও রাতে শীতের আমেজ কমবে। দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই কমবে।