West Bengal Weather Report: এগোচ্ছে নতুন সাইক্লোন ‘দিতওয়াহ’, কী প্রভাব পড়বে বাংলায়

Cyclone Update: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়াই থাকবে।

West Bengal Weather Report: এগোচ্ছে নতুন সাইক্লোন দিতওয়াহ, কী প্রভাব পড়বে বাংলায়
আবহাওয়ার আপডেটImage Credit source: PTI

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 28, 2025 | 11:43 AM

কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট

কলকাতা: শীত পড়তে না পড়তেই একের পর এক বাধা! আবারও হাজির ঘূর্ণিঝড়। সাইক্লোন ‘সেনিয়ার’ শক্তি হারিয়েছে। আর তারপরই নতুন ঘূর্ণিঝড় তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। নয়া সাইক্লোনের নাম দিতওয়াহ। শ্রীলঙ্কা উপকূল থেকে এই ঝড়ের অভিমুখ হবে পন্ডিচেরি উপকূলের দিকে। প্রত্যক্ষ প্রভাব না হলেও পরোক্ষ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বাংলায়। হাওয়ার গতি পরিবর্তন হতে পারে। বাড়বে তাপমাত্রা।

কোথায় সাইক্লোন? কী প্রভাব পড়বে?

ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে শ্রীলঙ্কা উপকূলে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইয়েমেন। ঘূর্ণিঝড়ের মেঘে ঠান্ডায় পড়েছে কাঁটা। তার জেরে রাতের তাপমাত্রা বেড়েছে দক্ষিণবঙ্গে। সর্বনিম্ন তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, তামিলনাড়ু-অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে ক্রমশ এগোচ্ছে ঘূর্ণিঝড়। তবে ‘দিতওয়াহ’-র সরাসরি কোনও প্রভাব বাংলায় পড়বে না। পরোক্ষ প্রভাবে কমছে ঠান্ডা।

রবিবার সকালে এটি উত্তর তামিলনাড়ু উপকূল পন্ডিচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছাকাছি পৌঁছবে। পন্ডিচেরি উপকূলের কাছাকাছি স্থলভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সাইক্লোনের জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আজ শুক্রবার‌ থেকেই উর্ধ্বমুখী হবে। আপাতত শুষ্ক আবহাওয়া থাকছে। কোনও কোনও জেলায় সকালের দিকে কুয়াশা পড়ার সম্ভাবনা। পরে পরিষ্কার হবে আকাশ। থাকবে হালকা শীতের আমেজ। তবে মালাক্কা প্রণালীতে তৈরি ইন্দোনেশিয়া উপকূলের ঘূর্ণিঝড় সেনিয়ার(SEN-YAAR) স্থলভাগে প্রবেশ করে শক্তি হারিয়েছে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা কত?

আজ সামান্য তাপমাত্রা বাড়লেও স্বাভাবিকের নীচেই থাকবে দিন ও রাতের তাপমাত্রা। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। জেলায় ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা। আগামী দুই-তিন দিনে তাপমাত্রা সামান্য বাড়বে। উইকেন্ডে স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে পারদ।

আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯১ শতাংশ।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। উপকূলের জেলাগুলিতে কুয়াশা সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে কত থাকবে তাপমাত্রা

আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়াই থাকবে। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন হবে না। সকালে ও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে।

দার্জিলিং-এর তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। সকালে বিক্ষিপ্ত দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।