
কলকাতা: জাঁকিয়ে শীত পড়ার আগেই ফের বাধা। উইকেন্ডের শুরুটা ভাল হলেও রবিবার সকালেই বোঝা গেল তাপমাত্রা বেড়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝঞ্ঝার জেরে কিছুটা ঠান্ডা কমল। দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়লেও উত্তুরে-পূবালি হাওয়ায় ঠান্ডা বাড়ল উত্তরবঙ্গে। কলকাতার তাপমাত্রা বেড়ে হল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
বাধ সাধল পশ্চিমী ঝঞ্ঝা
তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচেই রয়েছে। আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা তারতম্য হবে না বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। তার জেরে কিছুটা ধাক্কা খেয়েছে শীত।
কেমন থাকবে তাপমাত্রা
পশ্চিমের জেলাগুলিতে ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েক দিনে পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ সংলগ্ন এলাকায়।
উত্তরে ঠান্ডা বাড়ছে
উত্তরবঙ্গ জুড়ে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরের প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা কোথাও ২০০ মিটার পর্যন্ত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।
কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডা থাকবে কোচবিহার, আলিপুরদুয়ারে। কালিম্পংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। ৯ ডিগ্রির ঘরে কোচবিহার, আলিপুরদুয়ারের পারদ। জলপাইগুড়ির তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস।