কলকাতা: পুজোর মুখে ফের বাংলার বরাতে নিম্নচাপের ভ্রুকূটি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যা শুক্রবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর উপরে অবস্থান করছে। আগামী ৩৬ ঘন্টায় এই নিম্নচাপ আরও কিছুটা শক্তি বাড়াবে এবং একই জায়গায় অবস্থান করবে। এই নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ১০ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার থেকে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টি হবে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুরের পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। সোমবার ও মঙ্গলবার বৃষ্টি চলবে। ১০ তারিখ উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১১ ও ১২ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ১১ ও ১২ সেপ্টেম্বর ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায় জেলায়। ভারী বৃষ্টি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূমে।
আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি। বিশেষ করে দুই দিনাজপুর ও মালদহে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু নিম্নচাপ সমুদ্রের উপর থাকবে, তাই উপকূলে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তার সতর্কতা রয়েছে। সে কারণে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে গত কয়েকদিনে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও গরমের দাপট কিন্তু মোটেই কম ছিল না। আগামী কয়েকদিন নিম্নচাপের জেরে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়া দফতরের পূর্বাভাস। শুক্রবার রাতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন বিকেল থেকেই কলকাতার আকাশ মেঘে ঢাকা ছিল। দেখা গিয়েছে বিদ্যুতের ঝলকানিও। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজেছে শহর ও শহরতলী।