কলকাতা: আগামী দু-তিন ঘণ্টার মধ্যে বীরভূম ও উত্তর দিনাজপুরের বেশ কিছু অংশে বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়াবিদরা বলছেন, রাজস্থান থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর প্রভাবে জলীয়বাষ্প ঢুকছে বাংলায়। আর তার জেরেই নাগাড়ে বৃষ্টি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সপ্তাহভর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে।
রাজ্যজুড়ে মেঘলা আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে আজ কিছুটা বৃষ্টির প্রভাব কমবে। কাল থেকে ফের দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। বৃহস্পতিবার বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতাতে।