
কলকাতা: হার না মানা আন্দোলনে অনড় স্বাস্থ্য কর্মীরা। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ল স্বাস্থ্য ভবনের সামনে। মাসিক ভাতা বৃদ্ধি, ডেটা প্যাকের দাবি, বকেয়া প্রদান-সহ একগুচ্ছ দাবিতে। বিগত কয়েক মাস ধরেই দফায় দফায় আন্দোলন করেছেন আশা কর্মীরা। কলকাতার রাজপথে পুলিশের সঙ্গে লাগাতার ধস্তাধস্তির ছবি দেখা গিয়েছে। বিক্ষোভের ছবি দেখা গিয়েছে স্বাস্থ্য ভবনের সামনে। এদিন ফের একগুচ্ছ দাবি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার কথা ছিল স্বাস্থ্য কর্মীদের। দেওয়ার কথা ছিল ডেপুটেশন। কিন্তু কোন কোন দাবির কথা বলছেন আশা কর্মীরা?
বর্তমানে তাঁদের মাসিক ভাতা ৫২৫০ টাকা। পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্য কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা বলছেন অল ইন্ডিয়া বেসিসে ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা। আমরা সবদিক খতিয়ে দেখেই বলছি আমাদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা দিতে হবে। এছাড়াও তাদের পাওনা টাকা বিভিন্ন কিস্তিতে না দিয়ে একসঙ্গে দিতে হবে বলেও দাবি করছেন তাঁরা। চাই চাকরির নিশ্চয়তা।
সংগঠনেক নেত্রীরা বলছেন, “কর্মরত অবস্থা মারা গেলে পরিবারকে এককালীন ৫ লক্ষ টাকা দিতে হবে সরকারকে। মোবাইল যেটা দেওয়া হয়েছে সেটার জন্য় মিনিমাম সাড়ে তিনশো টাকা ৫জি প্যাকেজ দিতে হবে। আমাদের ছুটি দিতে হবে। মেটারনিটি লিভ দিতে হবে। বকেয়া টাকা দ্রুত মিটিয়ে দিতে হবে।”
অন্যদিকে এদিন জেলা থেকে আশা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা হতেই দিকে দিকে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে হোম অ্য়ারেস্ট করারও। স্বাস্থ্য ভবন অভিযানে যাওয়ার সময় পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পালকে দুর্গাপুরের মহিলা থানায় আটক করার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।