AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samik on Dilip: ‘দিলীপ ঘোষ অন্য কোথাও যেতে পারবেন না’, কেন বললেন শমীক?

Samik on Dilip: গত ২ মাস ধরে দিলীপের সঙ্গে বিজেপির 'দূরত্ব' বারবার সামনে এসেছে। গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী পাশে বসে আলোচনা করতে দেখা যায় তাঁকে। দিলীপের জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা যে তারা ভালভাবে নেয়নি, তা বুঝিয়ে দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব।

Samik on Dilip: 'দিলীপ ঘোষ অন্য কোথাও যেতে পারবেন না', কেন বললেন শমীক?
দিলীপ ঘোষকে নিয়ে কী বললেন শমীক ভট্টাচার্য?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 05, 2025 | 6:11 PM
Share

কলকাতা: একজন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। অন্যজন তিনদিন আগে রাজ্য বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেছেন। প্রথমজনের দলবদল নিয়ে চর্চা চলছে। বেশ কিছুদিন থেকে বিজেপির কোনও কর্মসূচিতেও দেখা যাচ্ছে না। প্রথমজনের দলবদলের জল্পনা নিয়ে শনিবার সাংবাদিক বৈঠকে প্রশ্নের মুখে পড়তে হল দ্বিতীয়জনকে। দলের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের দলবদলের জল্পনা নিয়ে কী জবাব দিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শমীক ভট্টাচার্য?

রাজ্য সভাপতি হওয়ার পর শমীকের সংবর্ধনা অনুষ্ঠানে দিলীপকে দেখা যায়নি। তারপরই আরও বেশি করে তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়। সেই জল্পনার অবসান ঘটিয়ে এদিন সাংবাদিক বৈঠকে শমীক বলেন, “দিলীপ ঘোষের সঙ্গে কোথা হয়নি, এটা কে বলল? উনি কোথায় গিয়েছেন যে ফিরে আসবেন। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা, সেখানে তিনি যাবেন। দিলীপ ঘোষ কোনও সেলেবেল কমোডিটি নয়।” এখানেই না থেমে তিনি বলেন, “দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না। যেতে পারবেন না। জায়ে তো জায়ে কাহা।”

গত ২ মাস ধরে দিলীপের সঙ্গে বিজেপির ‘দূরত্ব’ বারবার সামনে এসেছে। গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী পাশে বসে আলোচনা করতে দেখা যায় তাঁকে। দিলীপের জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা যে তারা ভালভাবে নেয়নি, তা বুঝিয়ে দেয় বঙ্গ বিজেপি নেতৃত্ব। এরপর বিজেপির কর্মসূচিতে কার্যত দেখা যায়নি দিলীপকে।

এরপরই কখনও দিলীপের নতুন দল তৈরি নিয়ে জল্পনা শুরু হয়। কখনও তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা বাড়ে। দিলীপও অবশ্য বুঝিয়ে দিয়েছেন, এইসব জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ তিনি। গতকাল দিলীপ বলেছিলেন, “কল্পনা করতে তো পয়সা লাগে না। অনেকেই করছে। ২১ তারিখ (তৃণমূলের শহিদ দিবস পালন) পর্যন্ত কল্পনার ডেট দেওয়া হয়েছে। তারিখ পে তারিখ। কিছু একটা মার্কেটে থাকে। দিলীপ ঘোষ মার্কেটে আছে।” দিলীপের এই মন্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে শমীকও বুঝিয়ে দিলেন, দিলীপ বিজেপিতেই থাকবেন। কিন্তু, দিলীপ ‘অন্য কোথাও যেতে পারবেন না’ বলে শমীক কী বোঝাতে চাইলেন, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিজেপি নেতৃত্ব এর কোনও ব্যাখ্যা দেয় কি না, সেটাই দেখার।