AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha Chatterjee: বাড়ি ফিরেই ‘দায়বদ্ধতার’ বার্তা পার্থর, কী বললেন?

Partha Chatterjee returns home: বিচার চাওয়ার কথা বলে কি ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন পার্থ? ২০০১ সাল থেকে বেহালা পশ্চিমের বিধায়ক তিনি। এদিন বেহালার বিভিন্ন জায়গায় পার্থর সমর্থনে পোস্টার পড়েছে। বেহালা পশ্চিমে পার্থকে 'আবার চাই' বলে পোস্টার টাঙানো হয়। এমনকি, এদিন তাঁর অনুগামীরা দাবি করেন, "বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও বিকল্প নেই।"

Partha Chatterjee: বাড়ি ফিরেই 'দায়বদ্ধতার' বার্তা পার্থর, কী বললেন?
পার্থ চট্টোপাধ্যায়Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 11, 2025 | 6:00 PM
Share

কলকাতা: ৩ বছর সাড়ে ৩ মাস পর নাকতলার বাড়িতে ফিরেছেন। বাড়িতে ফেরার পর থেকে তাঁর সঙ্গে দেখা করতে আসছেন অনেকে। তা দেখে কখনও আবেগতাড়িত হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কখনও চোখের কোণে জল চিকচিক করে উঠল। আর এসবের মাঝেই ঘনিষ্ঠ মহলে নিজের ‘দায়বদ্ধতার’ কথা জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে তাঁর পরবর্তী পদক্ষেপও জানিয়ে দিলেন।

নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করেছিল ইডি। পার্থর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ ৫০ কোটি টাকা ও গয়না উদ্ধার হয়। গ্রেফতারের পরই পার্থকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। সরানো হয় মন্ত্রিসভা থেকে। নিয়োগ দুর্নীতিতে তাঁর বিরুদ্ধে সব মামলায় জামিন পেয়ে এদিন বাড়ি ফিরলেন পার্থ।

বাড়িতে তাঁকে ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারই মধ্যে ঘনিষ্ঠ মহলে পার্থ বলেন, “আইনের জয় হয়েছে। একদিন সত্যের জয় হবে।” আইনের প্রতি আস্থার কথা জানিয়ে তিনি বলেন, “আইনের প্রতি আস্থা ছিল আমার। সেই আস্থা অটুট আছে। এবার ট্রায়াল হলে সত্যের জয় হবে।” এদিন বেহালার মানুষের কাছে নিজের ‘দায়বদ্ধতার’ কথাও জানান পার্থ। বলেন, “আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ। যাঁরা আমার সততা নিয়ে কখনও প্রশ্ন তোলেননি। আমি তাঁদের কাছেই বিচার চাইব।”

বিচার চাওয়ার কথা বলে কি ভোটে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন পার্থ? ২০০১ সাল থেকে বেহালা পশ্চিমের বিধায়ক তিনি। এদিন বেহালার বিভিন্ন জায়গায় পার্থর সমর্থনে পোস্টার পড়েছে। বেহালা পশ্চিমে পার্থকে ‘আবার চাই’ বলে পোস্টার টাঙানো হয়। এমনকি, এদিন তাঁর অনুগামীরা দাবি করেন, “বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও বিকল্প নেই।” জানা গিয়েছে, এক-দু’দিন পর থেকেই তাঁর জনসংযোগ কার্যালয়ে গিয়ে বসবেন পার্থ। শুধু তাই নয়, বেহালা পশ্চিমের নাগরিকদের কাছে লিফলেটও বিলি করা হবে। তবে কি ফের রাজনীতিতে সক্রিয় হবেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব? রাজ্যের শাসকদল অবশ্য পার্থের সাসপেনশন প্রত্যাহার নিয়ে এখনও কোনও বার্তা দেয়নি। রাজনীতির কারবারিবা বলছেন, নিজের চেনা ময়দানে ফের জমি প্রস্তুত রাখছেন বেহালা পশ্চিমের ২৫ বছরের বিধায়ক।