কলকাতা: জাঁকিয়ে শীত পড়ার আগেই ফের ঠান্ডায় কাঁটা পড়তে চলেছে নিম্নচাপের কারণে। ফের বৃষ্টির সম্ভাবনা বাংলায়। আজ কালীপুজোর দিন আকাশ পরিষ্কার থাকলেও ভাইফোঁটা থেকে ফের মেঘ ঢুকতে শুরু করবে বাংলার আকাশে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department)। সে কারণেই আগামী কয়েকদিনে ধীরে ধীরে অনেকটাই বাড়বে রাতের তাপমাত্রা। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। কলকাতা-সহ ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা ছাড়াও বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বর্ধমান ও হাওড়া-হুগলিতে।
হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবারই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ শুরু হতে পারে। তারপর থেকেই তা শক্তি বাড়াতে শুরু করবে। ১৬ নভেম্বরই তা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানা যাচ্ছে। তবে নিম্নচাপের গতিপ্রকৃতি নিয়ে এখনই খুব একটা স্পষ্টভাবে জানা যায়নি। অভিমুখ কোনদিকে থাকবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। হাওয়া অফিস সূত্রে খবর, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এদিকে এরইমধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে চলে গিয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রির ঘরে রয়েছে। আগামী কয়েকদিন আর বিশেষ পারাপতন দেখতে পাওয়া যাবে না বলে খবর। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫০ থেকে ৯৫ শতাংশের আশেপাশে।