
কলকাতা: প্রকাশিত হল এসএসসি-র একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। আজ অর্থাৎ শনিবার সন্ধে নাগাদ সেই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। লিখিত পরীক্ষা আগেই হয়ে গিয়েছে। আর এবার ইন্টারভিউর তালিকা প্রকাশ হয়েছে। মূলত, লিখিত পরীক্ষার ৬০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে ১০ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১০ নম্বর, এই তিনটির ভিত্তিতে মোট প্রাপ্ত নম্বরের নিরিখেই তৈরি হল সংশ্লিষ্ট তালিকা। এ দিনের কাট অফ নম্বর দেখে নেওয়া যাক এক নজরে।
SSC-র প্রকাশিত তালিকা থেকে দেখা যাচ্ছে, অ্যাকাউটেন্সিতে কাট অফ গেল ৩৪, আবার বাংলায় দেখা যাচ্ছে নম্বর নামল ৭৩, অন্যদিকে, বায়োলজিক্যাল সায়েন্সে নম্বর ৬৪। কেমিস্ট্রির কাট অফ ৬৭। কম্পিউটার অ্যাপ্লিকেশনে নম্বর নেমেছে ৫৩। আর কম্পিউটার সায়েন্স ৬০। অর্থনীতিতে কাট অফ নম্বর-৫৮। এডুকেশনের নম্বর-৫৬। ইংরাজির কাট অফ নম্বর- ৭৭
এছাড়া আর কোন বিষয়ে কত কাট অফ?
পরিবেশ বিদ্যা-৬৯
ভূগোল-৭০
ইতিহাস-৭৫
অঙ্ক-৭১
ফিজিক্স-৫৬
রাষ্ট্রবিজ্ঞান- ৬৮
সংস্কৃত- ৬৮
ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর নতুন করে পরীক্ষা নিতে বলে কমিশন। আর কোর্টের সেই নির্দেশ মেনেই পরীক্ষা নেওয়া শুরু করে কমিশন। গত ১৪ সেপ্টেম্বর ছিল লেখা পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এই ২০ হাজার চাকরিপ্রার্থী।
বস্তুত, ১৪ সেপ্টেম্বর রাজ্যের মোট ৪৭৮টি কেন্দ্রে চলেছিল পরীক্ষা হয়েছিল। মোট পঁয়ত্রিশটি বিষয়ে নেওয়া হয় পরীক্ষা।জানা গিয়েছে, প্রতি বিষয়ে মোট নম্বর ছিল ৬০। এসএসসি জানিয়েছিল, শিক্ষক নিয়োগে উচ্চ মাধ্যমিক স্তরে শূন্য পদের সংখ্যা ১২ হাজার ৫১৪। এদিকে একাদশ-দ্বাদশ শ্রেণিতে আবেদন জানিয়েছিলেন ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জন। পরীক্ষায় বসেছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন।