AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jatra in West Bengal: যাত্রাপালার পালা বদল

Jatra in West Bengal: প্রথমে ছিল সোনার থালা। তারপর হল কাঁসার থালা। এখন ইট অ্যান্ড থ্রো। খাও আর ফেলে দাও। উত্তর কলকাতার নতুন বাজারের পর পুরনো যাত্রা পাড়া। রবীন্দ্রনাথ ঠাকুরের স্কুল ওরিয়েন্টাল সেমিনারির আশেপাশে রঙিন পোস্টারে ছয়লাপ। কতটা বদলেছে যাত্রাপালা? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

Jatra in West Bengal: যাত্রাপালার পালা বদল
কতটা বদলেছে যাত্রাপালা?
| Edited By: | Updated on: Aug 02, 2024 | 5:38 PM
Share

প্রীতম দে এবার যাত্রা পাড়ার ভিলেন মেছো কার্তিক। এবার কোনও পলিটিক্যাল পালা হচ্ছে না। এবার সরকার শেখাচ্ছে যাত্রা। প্রতিবছর রথযাত্রার সময় শহরের এই গলিটা রংচংয়ে পোস্টার আর রংচংয়ে নামে সেজে ওঠে। স্বামী কেন আসামি। কাজল লতায় কাল কেউটে। সিঁদুরের মর্ম বোঝে না মেয়েরা। এরকম সব চিত্তাকর্ষক শিরোনাম। এবার যদি নতুন বাজারের পাশ দিয়ে বিকে পালের দিকে যেতে থাকেন তাহলে যাত্রাপালার গলিতে দেখবেন একটা নাম জ্বলজ্বল করছে, সেটা হল যাত্রাপালার নতুন খলনায়ক মেছো কার্তিকের আগমন। মেছো কার্তিককে মঞ্চে নিয়ে আসছেন নেপাল সরকার। তিনি বহু আগে থেকেই বিভিন্ন নতুন নতুন ভিলেনের জন্ম দিয়েছেন আর যাত্রাকে হিট করেছেন বলে শোনা যায়। গুরু মানেন উৎপল দত্তকে। একসময় শিয়ালদায় চালচুলোহীন...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন