কলকাতা: রেল লাইনে ঝড়় তুলছে বন্দে ভারত। একাধিক রাজ্যে পথচলা শুরু হয়েছে এই সুপারফাস্ট ট্রেনের। বাংলাতেও চলছে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (Vande Bharat Metro)। এদিকে এই ট্রেনের জনপ্রিয়তা দেখে ইতিমধ্যেই বন্দে ভারত মেট্রো আনার সিদ্ধান্তও হয়ে গিয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই এই দ্রুতগতির মেট্রো পরিষেবা (Metro Service) চালু করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, ১০০ কিলোমিটার দূরত্বের মধ্যে চলাচল করবে এই মেট্রো। গতিও থাকবে প্রায় বন্দে ভারত এক্সপ্রেসের মতো। কিন্তু, কলকাতার মেট্রো ট্র্যাকে কী এই পরিষেবা মিলতে পারে?
বিশেষজ্ঞরা বলছেন এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে এই জাতীয় মেট্রো চালু হলে লোকাল ট্রেনের উপর চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন তাঁরা। পাশাপাশি বন্দে মেট্রোর টিকিটের ভাড়াও তুলনামূলকভাবে অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে। তাতে সাধারণ যাত্রীদের যাতায়াতের অনেকটাই সুবিধা হয়।
ভাবনায় মোদী
রেলমন্ত্রী অশ্বীনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) তো আগেই জানিয়েছেন এই মেট্রো আদপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কল্পনাপ্রসূত। বন্দে ভারত ট্রেনের সাফল্যের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্দে মেট্রোর চালু করার চিন্তাভাবনা করেছিলেন বলে তিনি জানিয়েছিলেন। তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী এই বছরের জন্য টার্গেট দিয়ে দিয়েছেন। বন্দে ভারত ট্রেনের সাফল্য দেখার পরই তিনি বিশ্বমানের একই প্রযুক্তিতে আঞ্চলিক ট্রেন চালানোর পরামর্শ দেন। এই ট্রেনই হচ্ছে বন্দে মেট্রো।”
কবে চালু হতে পারে বন্দে ভারত মেট্রো?
বড় দুটি স্টেশনের মধ্যে সংযোগকারী লাইন হিসাবে চলবে এই মেট্রো। ইউরোপে যেমন ট্রেন চলে, ঠিক সেই “রিজিওনাল ট্রান্স”-র মতোই চলবে বন্দে মেট্রো। সূত্রের খবর, আগামী ১২ থেকে ১৬ মাসের মধ্যেই এই ট্রেনের প্রোটোটাইপ আনা হবে। তারপরে অন্তত এক বছরের জন্য এই ট্রেনের ট্রায়াল রান করানো হবে। যদি ট্রায়াল রানে সাফল্য মেলে, তাহলে পুরদমে বন্দে মেট্রো চালু করা হবে।