Abhishek Banerjee: অভিষেক সুপ্রিম কোর্টে, কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? কী বলছে বিরোধীরা?

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Jan 10, 2024 | 10:02 PM

Abhishek Banerjee: অভিষেকের আবেদন, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি যেন বিরূপ মন্তব্য থেকে বিরত থাকেন, তার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি যেন নির্দেশ দেন। অভিষেকের এই আর্জি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

Abhishek Banerjee: অভিষেক সুপ্রিম কোর্টে, কী বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? কী বলছে বিরোধীরা?
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: হাইকোর্টের বিচারপতিদের মন্তব্য নিয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি নিয়ে গেলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। একইসঙ্গে বিচারপতি অমৃতা সিনহাকে নিয়েও আর্জি জানান তিনি। দুই বিচারপতির মন্তব্য যেন তদন্তে ছাপ না ফেলে, সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন অভিষেক। এছাড়াও অভিষেকের আবেদন, কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি যেন বিরূপ মন্তব্য থেকে বিরত থাকেন, তার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতি যেন নির্দেশ দেন। অভিষেকের এই আর্জি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।

যদিও অভিষেকের এই পদক্ষেপ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “উনি অনেকবারই গিয়েছেন। ওনার প্রচুর টাকা। বড় বড় ব্যারিস্টারদের দাঁড় করাবেন। উনি তো আমার বিরুদ্ধেও সাতবার গিয়েছেন। সুপ্রিম কোর্ট জানে পশ্চিমবঙ্গে কী চলছে?”

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য, “সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সকলের আছে। কিন্তু কত রেহাই চাই যে হাইকোর্ট কিছু বললেই ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চের কথা পছন্দ না হলে সুপ্রিম কোর্ট?” তবে চুপ করে নেই শাসকদলও। তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, “কারও কারও মাইন্ড সেটই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করার। এজলাসে বসে বা এজলাসের বাইরে তাঁদের কোনও মন্তব্যে যাতে অন্য বেঞ্চ প্রভাবিত না হয়, সেটাও আদালতের দেখা উচিত।”

যাঁর মন্তব্য নিয়ে অভিষেক দেশের সর্বোচ্চ আদালতে গিয়েছেন, সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবশ্য বলছেন, “মামলা যে কেউ ফাইল করতে পারেন, যে কোনও আবেদন করতে পারেন, এমনকী বলতে পারেন চাঁদ আমাকে পেড়ে দাও। যিনি শুনছেন তিনি সিদ্ধান্ত নেবেন।”

Next Article