
আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে রায়দান করেছে শিয়ালদহ কোর্ট। এদিন বিচারপতি অনির্বাণ দাস জানান আরজি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়। ফাঁসি নয় আমৃত্যু সশ্রম কারাবাসের নির্দেশ দিয়েছে আদালত। অর্থাৎ সারাজীবন জেলেই কাটাতে হবে সঞ্জয়কে। সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ জেলে থাকাকালীন সময়ে তাঁকে বিভিন্ন ধরনের কাজ করতে হবে। কিন্তু কী কী কাজ করতে হয় জানেন? জেলের মধ্যে বন্দিদের নানা ধরনের কাজ করতে হয়। বিভিন্ন সিনেমা, সিরিয়াল বা ওয়েব সিরিজে দেখা যায় জেলের মধ্যে বন্দিরা নানা ধরনের কাজ করে থাকে। এর মধ্যে মূলত কায়িক পরিশ্রমের কাজ যুক্ত থাকে। কিন্তু কী কী কাজ করতে হয় জানেন? ...