কলকাতা: কখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, কখনও আধার কার্ড আবার কখনও আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে প্রতারণা। বিগত কয়েক বছরে কলকাতায় একের পর এক নিত্যনতুন প্রতারণার ছবি দেখতে পাওয়া গিয়েছে। সদ্য প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্ট বলছে গোটা ভারতের মধ্যে কলকাতা হ্যাকারদের কাছে ক্রমেই সফট টার্গেট হয়ে উঠছে। সাম্প্রতিককালে টেলিগ্রাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ, একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে হাতিয়ার করে লাগাতর হয়েছে প্রতারণা।
ঘরে বসে উপার্জনের টোপ
ঘরে বসে উপার্জনের টোপ দেওয়া হচ্ছে আম-আদমিকে। হাতিয়ার করা হচ্ছে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো সব অ্যাপকে। সেই ফাঁদে পড়ে সর্বস্ব খুইয়ে ফেলছে সাধারণ মানুষ। বিধাননগর পুলিশ বলছে চলতি বছরে তাঁদের কাছে এই জাতীয় ২৫টি অভিযোগ জমা পড়েছে। সিংহভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে প্রতারকা কিছু ইউটিউব সহ ভিডিয়ো প্ল্যাটফর্মের লিঙ্ক পাঠিয়ে লাইক ও শেয়ার করতে বলছে। করলেই পাঠানো হচ্ছে কিছু টাকা। তারপর বিশ্বাস অর্জন হয়ে গেলেই মোটা টাকা বিনিয়োগ করতে বলা হয় টেলিগ্রামে বা নানা অ্যাপে থাকা নানা চ্যানেলে। একবার বিনিয়োগ করলেই সব শেষ। সম্প্রতি এই প্রতারকদের খপ্পরে পড়ে এক ব্যক্তি দেড় কোটি টাকারও বেশি খুইয়েছেন। একইভাবে টোপ দেওয়া হচ্ছে বিটকয়েনের মাধ্যমে বিনিয়োগের জন্যও।
চলতি বছরেই আরও এক নতুন ধরনের প্রতারণার ফাঁদ দেখতে পাওয়া গিয়েছে কলকাতায়। অনেকেরই মোবাইলে এসেছে এক বিশেষ ধরনের টেক্সট মেসেজ। তাতে বলা হচ্ছে সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর গেমিং অ্য়াকাউন্টে মোটা টাকা জিতে নিয়েছেন। টাকার লোভে লিঙ্কে ক্লিক করতেই তাঁর ব্যাঙ্কা আকাউন্ট এক ধাক্কায় অনেক টাকা গায়েব হয়ে যাচ্ছে।
আয়কর রিটার্নের নামেও প্রতারণা
আয়কর রিটার্নের নামেও চলছে প্রতারণা। সম্প্রতি বেলেঘাটার এক বাসিন্দার কাছে আয়কর রিটার্নের একটি মেসেজ আসে। তাতে লেখা ছিল তিনি শীঘ্রই মোটা টাকা পেতে চলেছেন। এর জন্য তাঁকে তাঁর ব্যাঙ্ক অ্য়াকাউন্টের নম্বর যাচাই করতে হবে। মেসেজে পাঠানো হয় একটি লিঙ্ক। তাতে ক্লিক করতেই তাঁর ফোনের দখল চলে যায় হ্যাকারদের হাতে। অ্যাকাউন্ট থেকে দফায় দফায় তুলে নেওয়া হয় টাকা।
হাতিয়ার যখন হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্য়াপকে হাতিয়ার করেও পাতা হয়েছে নানা প্রতারণার ফাঁদ। সম্প্রতি বাড়ির ওয়াইফাই পরিষেবায় সমস্যা হওয়ায় অভিযোগ জানিয়েছিলেন এক মহিলা। তারপরই তাঁর কাছে একটি ফোন আসে। একটি কোড মোবাইলে ডায়াল করতে বলা হয়। জানানো হয় এই কোড ডায়াল করলেই ঠিক হয়ে যাবে পরিষেবা। নম্বর ডায়াল করতেই নাকি তাঁর হোয়াটসঅ্যাপের দখল চলে যায় প্রতারকদের হাতে। মেসেজও করা হয় পরিচিতদের। চাওয়া হয় টাকা।
অন্যদিকে একই কায়দায় আবার শহরের একাধিক নামজাদা পুলিশ কর্তার নামে ফেসবুকে ফেক আইডি খুলেও চলেছে প্রতারাণা। অভিযোগ, ওই ব্যক্তিদের নামে ফেক আইডি খুলে তাঁদের প্রিয়জনদের কাছে মেসেজ পাঠানো হয়। বলা হয় তিনি খুবই বিপদে পড়েছেন। দরকার টাকা। নির্দিষ্ট নম্বরে, অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয়।
ডেটিং অ্যাপের মাধ্যমেও প্রতারণা
গত বছর আবার ডেটিং অ্যাপের মাধ্যমে প্রতারণার ছবিও সামনে এসেছিল। অভিযোগ টাকা নিয়ে অ্যাপের মাধ্যমে বন্ধু-বান্ধবীদের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছিল প্রতারকেরা। এরপর দেখা করতে গেলে তাঁদের ভিডিয়ো তুলে রেখে চলত ব্ল্যাকমেইল।
অন্যদিকে ফোন-পে, জি পে এর মতো অ্য়াপকে হাতিয়ার করে একাধিক প্রতারণা হয়ে গিয়েছে শহর কলকাতায়। হঠাৎই ফোনে আসে এক একটা ফোন। অন্যদিক থেকে আসতে থাকে কাতর অনুরোধ। বলা হয় ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছি আপনার নম্বরে, দয়া করে যদি ফেরত দেন। পাঠানো হয় স্ক্রিনশটও। এই ফাঁদে পা দিয়ে ঠকেছেন অনেকেই।
সামনে এসেছে একের পর এক সেক্সটরশনের ঘটনা
একইসঙ্গে লাগামহীনভাবে বেড়েছে সেক্সটরশনের মতো ঘটনাও। অভিযোগ, আচমকা আসে কোনও ভিডিয়ো কল। ধরলেই কোনও নগ্ন মহিলা কথা বলতে শুরু করছেন। এরপরই সেই কথপোকথনের ভিডিয়ো তুলে ছড়িয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। চলছে ব্ল্য়াকমেইল।
বাড়ছে ডিজিটাল অপহরণ
সম্প্রতি শহরে আবার একাধিক ডিজিটাল অপহরণের কথাও শোনা গিয়েছে। ছেলে-মেয়েদের ছবি, কণ্ঠস্বর নকল করে প্রিয়জনদের ফোন করা হচ্ছে। বলা হচ্ছে সে মারাত্মক বিপদে পড়েছে। পাঠাতে হবে টাকা। মূলত যাঁরা বিদেশে থাকেন কর্মসূত্রে বা পড়াশোনা করেন। তাঁদের পরিবারের কাছেই সবথেকে বেশি এসেছে এই ধরনের ফোন।
আধারেও বিপদ
অন্যদিকে আধার বেসড পেমেন্ট সিস্টেম বা AEPS কে হাতিয়ার করে লাগাতার প্রতারণা চলছে শহর থেকে গ্রামে। আসছে প্রচুর অভিযোগ। আধারের বায়োমেট্রিক তথ্য হাতিয়ে আম-আদমির অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে প্রতারকরা। সম্প্রতি, কুইক হিল টেকনোলজিস নামে একটি সাইবার নিরাপত্তা প্রদানকারী সংস্থার পরপর দু বছরের বার্ষিক রিপোর্টে দেখা যাচ্ছে, সাইবার প্রতারণার টার্গেট হিসেবে ভারতীয় শহরগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে কলকাতা। এই রিপোর্ট সামনে আসতেই আরও বাড়ছে উদ্বেগ।