কলকাতা: একসময় অষ্টমীতে বন্ধ থাকত মদের দোকান। দশমীতেও বিকেলের পর থেকে বন্ধ করে দেওয়া হত দোকানগুলি। ২০১৬ সালের পর সে সব নিয়মে ইতি পড়ে যায়। গত কয়েক বছর ধরে পুজোয় ড্রাই ডে বলে আর কিছু নেই। প্রতিদিনই মদ পাওয়া যায়। তবে এবার সেই নিয়মে একটি বদল আনছে রাজ্য সরকার। সুরা ব্যবসায়ীদের একাংশের দাবি ছিল, প্রতিদিন দোকান খোলা রাখলে ছুটি পান না কর্মীরা। তাই এবার আবগারি দফতরের তরফে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই নির্দেশিকা পৌঁছে গিয়েছে জেলাগুলিতে।
নতুন নির্দেশিকায় বলা হয়েছে মদ ব্যবসায়ীরা পুজোর মধ্যে যে অষ্টমী ও দশমীর দিন চাইলে দোকান বন্ধ রাখতে পারেন। তবে তার জন্য নিতে হবে আবগারি দফতরের অনুমতি। কবে বন্ধ রাখতে চাইছেন, সে কথা জানিয়ে আবেদন করতে হবে সরকারি দফতরে। একইদিনে এলাকায় যাতে সবকটি মদের দোকান বন্ধ না হয়ে যায়, সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। আবেদন পেলে, তা বিবেচনা করে একদিন বা দু’দিন দোকান বন্ধ রাখতে অনুমতি দেবে আবগারি দফতর। অর্থাৎ এবার পুজোয় সুরাপ্রেমীরা সব দিন দোকান খোলা নাও পেতে পারেন।
আগে পুজোয় সব মিলিয়ে দেড় দিন বন্ধ থাকত মদের দোকান। এছাড়া পজোর মধ্যে ২ অক্টোবর অর্থাৎ গান্ধী জয়ন্তী পড়ে গেলে, সেই দিনটাও ড্রাই ডে হিসেবে গন্য হত। তবে সে সব নিয়ম এখন বদলে গিয়েছে। এছাড়া আগে সারা বছরই বৃহস্পতিবার দিনটি বন্ধ থাকত সব মদের দোকান। এখন সেই নিয়মও আর নেই। প্রথমে বলা হয়েছিল, সপ্তাহের যে কোনও একটি দোকান বন্ধ রাখা যাবে, সেটাও ঠিক করে দেবে আবগারি দফতর। পরে সেই নিয়মও উঠে যায়।